For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষ! পূর্ব মেদিনীপুরের শহর বিরোধী শূন্য করার ডাক শুভেন্দু অধিকারীর

দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষ! পূর্ব মেদিনীপুরের শহর বিরোধী শূন্য করার ডাক শুভেন্দুর, পাল্টা বিজেপির

  • |
Google Oneindia Bengali News

দিলীপ ঘোষকে হারাধন ঘোষ বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে কাঁথিতে মিছিল করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কাঁথিতেই এর পাল্টা মিছিল করেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, খড়গপুরে হেরে দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষ হয়ে গিয়েছেন। পাশাপাশি কাঁথিকে বিরোধী শূন্য করার ডাকও দিয়েছেন শুভেন্দু।

 'দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষ'

'দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষ'

ছয়মাস আগে যেখানে মেদিনীপুর আসনের অধীন খড়গপুর থেকে বিপুল ব্যবধানে এগিয়ে ছিলেন দিলীপ ঘোষ, সেই জায়গায় সম্প্রতি হওয়া বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েছে বিজেপি। বিজেপিকে সেখানে হারানোর দায়িত্ব কাধে তুলে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনিই উপনির্বাচনে প্রচারের দায়িত্বে ছিলেন। শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় তাঁকে নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য তুলে ধরেন। কোনও সময় দিলীপ ঘোষ বলেছিলেন, নিজের জেলা সামলাতে পারে না তো কোনও সময় বলেচিলেন মাফিয়া শুভেন্দু। পরে বলেছিলেন ফিরবেন স্ট্রেচারে চেপে। এর জবাববে এদিন শুভেন্দু অধিকারী বলেন, দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষ হয়ে গিয়েছেন।

'বিরোধী শূন্য হবে কাঁথি'

'বিরোধী শূন্য হবে কাঁথি'

শুভেন্দু অধিকারী বলেন, আসন্ন পুরসভা নির্বাচনে কাঁথি বিরোধী শূন্য হবে। ২১ টি আসনের মধ্যে সবকটিতেই তৃণমূল জয়ী হবে। তিনি বলেন, এখানে(কাঁথি) তাঁরা যাঁকে ভোট দিতে বলবেন. মানুষ তাঁকে ভোট দেবেন বলেও জানান শুভেন্দু।

 বিজেপির সঙ্গে বুদ্ধদেবের কথা তুলনা

বিজেপির সঙ্গে বুদ্ধদেবের কথা তুলনা

শুভেন্দু অধিকারী বলেন, লোকসভায় বিজেপি ৩০০-র বেশি আসন পেয়েছে বলে মনে করছে যাই ইচ্ছা তাই করবে। যেমনটি বুদ্ধদেব ভট্টাচার্য ২০০৬-এর নির্বাচনের পর বলেছিলেন আমরা ২৩৫ ওরা ৩০। এখন সিপিএম-এর অবস্থা কী হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন। বলেন শুভেন্দু।

বিজেপির পাল্টা আক্রমণ

বিজেপির পাল্টা আক্রমণ

বিজেপিও পাল্টা আক্রমণ করেছে তঋণমূলকে। কাঁথির বিজেপি নেতৃত্ব বলেছে, মানুষের টাকা চুরি করে বড়লোক হয়েছে তৃণমূল।

 ৫ দিন পরেও একই ফল, ভাটপাড়া পুনর্দখল তৃণমূলের ৫ দিন পরেও একই ফল, ভাটপাড়া পুনর্দখল তৃণমূলের

English summary
TMC's Subhendu Adhikari criticises BJP's Dilip Ghosh as Haradhan Ghosh. He was at Contai in a protest rally against CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X