For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু-গড়ে তৃণমূলের নীল-সাদা পার্টি অফিস বদলে গেল গেরুয়ায়! বাড়ছে গুঞ্জন

শুভেন্দু-গড়ে তৃণমূলের নীল-সাদা পার্টি অফিস বদলে গেরুয়া রঙের সহায়তা কেন্দ্র হয়ে গেল। কাঁথির পর এগরায় গড়ে উঠল শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র। সদ্য বহিষ্কৃত জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পণ্ডার হাত ধরে অধিকারী গড়ে এই বদল।

Google Oneindia Bengali News

শুভেন্দু-গড়ে তৃণমূলের নীল-সাদা পার্টি অফিস বদলে গেরুয়া রঙের সহায়তা কেন্দ্র হয়ে গেল। কাঁথির পর এগরায় গড়ে উঠল শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র। সদ্য বহিষ্কৃত জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পণ্ডার হাত ধরে অধিকারী গড়ে এই বদল। এদিনই কেন্দ্রের তরফে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার বার্তা এসেছে বলে সূত্রের খবর। এদিনই নীল-সাদা হল গেরুয়া, ফলে শুভেন্দুর বিজেপিতে যাওয়ার পর প্রশস্ত হল আরও।

তৃণমূল অফিস হল গেরুয়া এবং শুভেন্দুময়

তৃণমূল অফিস হল গেরুয়া এবং শুভেন্দুময়

বহিষ্কৃত হওয়ার পর কনিষ্ক পণ্ডা হুঙ্কার ছেড়েছিলেন, সবে তো ট্রেলার দেখছেন, ২০২১-এ দেখবেন আসল সিনেমাটা। শুভেন্দু অধিকারী-ঘনিষ্ঠ সেই কনিষ্ক পণ্ডার হাত ধরেই এগরার তৃণমূল অফিস হল গেরুয়া। সেখানে মমতার ছবি আর তৃণমূলের পতাকা সরিয়ে শুভেন্দুময় করে দেওয়া হল পার্টি অফিস। লেখা হল শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র।

কাঁথিতে প্রথম গেরুয়া রঙের অফিস উদ্বোধন

কাঁথিতে প্রথম গেরুয়া রঙের অফিস উদ্বোধন

শনিবার প্রথম কাঁথিতে গেরুয়া রঙের অফিস উদ্বোধন করেছিলেন শুভেন্দু-ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা। সেই অফিসে বসেই রবিবার বহিষ্কৃত হওয়ার পর মিষ্টিমুখ করিয়েছিলেন। এমনকী মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে সরিয়ে শুভেন্দু বসবে বলেও বিবৃতি দিয়েছিলেন তিনি। এরপরই কনিষ্ককে নিয়ে কড়া হয় তৃণমূল সরকার। তিনি একইসঙ্গে গেরুয়াকে ত্যাগের প্রতীক বলে বর্ণনা করেছিলেন।

সমস্ত জেলায় শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র হবে!

সমস্ত জেলায় শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র হবে!

শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্যের পাশাপাশি এলাকায় গেরুয়া রঙের শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রর উদ্বোধনও করেন তিনি। বলেছিলেন, সমস্ত জেলায় শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র হবে। তারপরই সোমবার এগরায় তৃণমূল পার্টি অফিস বদলে নতুন একটি সহায়তা কেন্দ্র গড়ে তোলা বিশেষ তাৎপর্যপূর্ণ।

শুভেন্দু অধিকারীর বিধায়ক পদে ইস্তফা নিয়ে জল্পনা

শুভেন্দু অধিকারীর বিধায়ক পদে ইস্তফা নিয়ে জল্পনা

শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকবেন নাকি অন্য কোনও দলে যোগ দেবেন নাকি নতুন দল করবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর তাঁর তৃণমূল কংগ্রেস ছাড়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। এদিনই তিনি বিধায়ক পদে ইস্তফা দিতে পারেন বলে রটনা তৈরি হয়েছিল। তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে অন্য কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন বলে জানান।

English summary
TMC’s party office changes to saffron color that is now co-operation center of Subhendu Adhikari.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X