মুকুল বলছেন, ৩-এ ৩! উপনির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে পার্থর মন্তব্যে জল্পনা
রাত পোহালেই পশ্চিমবঙ্গের ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। এরমধ্যে বিজেপি নেতা মুকুল রায় জানিয়ে দিয়েছেন, ৩ কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত। তিনি কত ভোটে জয় হতে পারে তারও আভাষ দিয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তিনি জ্যোতিষি নন। বিজেপির মতো ভবিষ্যদ্বাণী করতে নারাজ তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে জল্পনা
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, উপনির্বাচনে সরকার পড়ে যাবে না। মানুষের রায়ে ভরসা রাখার কথা বলেছেন তিনি।

তিনি জ্যোতিষি নন
বিজেপি তিনটি আসন পাচ্ছে দাবি করেছে। এই কথা বলায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি জ্যোতিষি নন। তাই বিজেপির মতো ভবিষ্যদ্বাণী তিনি করতে পারবেন না।

মুকুল রায়ের দাবি
বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছেন, তিনটি আসনই পাবে বিজেপি। ভোটের ব্যবধানও তিনি জানিয়ে দিয়েছেন।

অমিত শাহের সঙ্গে কথা
মঙ্গলবার সংসদ চত্বরে মুকুল রায়ের সঙ্গে দেখা হয়েছিল বিজেপির সভাপতি অমিত শাহের। সেখানে তাঁদের মধ্যে ফল নিয়ে কথা হয়। সূত্রের খবর অনুযায়ী, সেখানে অমিত শাহ বলেন, তিনি দুটি আসন জেতার আশা করছেন। তিনি মুকুল রায়কে আগাম অভিনন্দনও জানান।