For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গুরের সময় থেকে টাটাদের দালালি! অত্যাচার করে রক্ত মাংস খেয়ে নেয় সাধন, আক্রমণে লাগাম ছাড়ালেন পরেশ

সিঙ্গুর আন্দোলনের সময় থেকেই টাটাদের দালালি করেন সাধন পাণ্ডে। দলেরই মন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে এমনটাই মন্তব্য তৃণমূল বিধায়ক পরেশ পালের। তাঁর আরও অভিযোগ কোনও কাজ করেননি তিনি।

  • |
Google Oneindia Bengali News

সিঙ্গুর আন্দোলনের সময় থেকেই টাটাদের দালালি করেন সাধন পাণ্ডে। দলেরই মন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে এমনটাই মন্তব্য তৃণমূল বিধায়ক পরেশ পালের। তাঁর আরও অভিযোগ কোনও কাজ করেননি তিনি। এছাড়াও নেতাদের পিছনে লাগা সাধন পাণ্ডের চরিত্রের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেছে পরেশ পাল।

পঞ্চায়েত অফিসের তালা ভেঙে ত্রিপল লুট, বিজেপির অভিযোগ তৃণমূলের দিকেপঞ্চায়েত অফিসের তালা ভেঙে ত্রিপল লুট, বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে

কোনও কাজ করেননি সাধন পাণ্ডে

কোনও কাজ করেননি সাধন পাণ্ডে

পরেশ পালের অভিযোগ কোনও কাজ করেননি সাধন পাণ্ডে। কটাক্ষ করে তিনি বলেন, ফেসবুকে ছবি দিয়ে হাওয়া রাজ্যের মন্ত্রী। কংগ্রেসের থাকার সময় সোমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায়, বরকত গণিখান চৌধুরীর পিছনেও তিনি লেগেছিলেন বলে কটাক্ষ করেন পরেশ পাল।

'বেইজ্জত' সাধন

'বেইজ্জত' সাধন

যাঁরা কাজ করছেন তাঁদের বেইজ্জতি করছেন সাধন পাণ্ডে। এটা তাঁর চিরদিনের স্বভাব। মন্তব্য করেছেন পরেশ পাল। এর আগে সাধন পাণ্ডে শশী পাঁজা, শান্তনু সেন, অতীন ঘোষকেও অসম্মানিত করেছেন বলেও অভিযোগ করেছেন পরেশ পাল।

সিঙ্গুর আন্দোলনের সময় টাটাদের দালালি

সিঙ্গুর আন্দোলনের সময় টাটাদের দালালি

পরেশ পালের অভিযোগ সিঙ্গুরে আন্দোলনের সময় সাধন পাণ্ডে টাটাদের হয়ে দালালি করেছেন। আর এখন বলছেন, কেন টাটাদের দায়িত্ব দেওয়া হচ্ছে না। কেন সাধন পাণ্ডে টাটাদের নাম করছেন, প্রশ্ন করেন পরেশ পাল। তাঁর দাবি টাটাদের সঙ্গে ব্যবসা করেন সাধন পাণ্ডে।

অত্যাচ্যার করে রক্ত মাংস খেয়ে নেয়

অত্যাচ্যার করে রক্ত মাংস খেয়ে নেয়

পরেশ পাল বলেন, লকডাউন উঠে গেলেই উত্তর কলকাতার ১০ থেকে ১৫ হাজার কর্মী রাস্তায় নামবে, সাধন পাণ্ডেকে দল থেকে বহিষ্কারের দাবি নিয়ে। পরেশ পালের আরও অভিযোগ, সবাইকে অত্যাচার করে রক্ত মাংস খেয়ে নেয়।

English summary
TMC's Paresh Pal claims Minister Sadhan Pandey abuses several leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X