For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহরমে আর তলোয়ার-লাঠিখেলা নয়! বেনজির সিদ্ধান্তে অনুব্রতর নিশানায় বিজেপি

বিজেপি রামনবমী থেকে শুরু করে হনুমানজয়ন্তী- সব কিছুতেই অস্ত্র মিছিলের চল শুরু করেছে, তাদের অস্ত্র মিছিলে রাশ টানতেই এবার মহরমে অস্ত্র নয়, তাজিয়া নিয়ে বর্ণাঢ্য মিছিল।

  • |
Google Oneindia Bengali News

মহরমে তলোয়ার ও লাঠি খেলা হবে না এবার। বীরভূমের বোলপুরে তৃণমূলের সংখ্যালঘু সেলের বৈঠকে এবার এমনই সিদ্ধান্ত নেওয়া হল। বিজেপি রামনবমী থেকে শুরু করে হনুমানজয়ন্তী- সব কিছুতেই অস্ত্র মিছিলের চল শুরু করেছে, তাদের অস্ত্র মিছিলে রাশ টানতেই এবার মহরমে অস্ত্র নয়, তাজিয়া নিয়ে বর্ণাঢ্য মিছিল করেই বর্ণময় মহরম পালন করতে চায় সংখ্যালঘু সেল।

মহরমে আর তলোয়ার-লাঠিখেলা নয়! বেনজির সিদ্ধান্তে অনুব্রতর নিশানায় বিজেপি

বীরভূমের বহরমপুরে মহরম উৎসবকে সামনে রেখে সংখ্যালঘু সেল এই বেনজির সিদ্ধান্ত নিল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, সখ্যালঘু সেলের জেলা সভাপতি শেখ কাজি, মন্ত্রী চন্দ্রনাথ সিং প্রমুখ। ছিলেন স্থানীয় মৌলবীরাও। প্রত্যেকেই আলোচনায় সহমত হয়ে সিদ্ধান্ত নেন। অনুব্রত মণ্ডল বলেন, বাংলার মানুষ দুর্গাপুজোর নিরঞ্জন দেখে যেমন আনন্দ পান, তেমনই মহরমের তাজিয়া মিছিলেও আনন্দ উপভোগ করেন।

সেই কথা মাথায় রেখেই অস্ত্র-লাঠি ছেড়ে মহরমের তাজিয়াকে বর্ণাঢ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল আরও বলেন, ইসলাম ধর্ম কঠিন ধর্ম, পবিত্র ধর্ম, সহিষ্ণুতার ধর্ম। সেখানে তলোয়ার, লাঠির সে অর্থে কোনও ভূমিকা নেই। তাই লাঠি-তলোয়ার ছেড়ে এবার শুধু তাজিয়াতেই মাত করা হবে মহরম উৎসব। মৌলবীরাও একই দাবি করেন।

মহরমে আর তলোয়ার-লাঠিখেলা নয়! বেনজির সিদ্ধান্তে অনুব্রতর নিশানায় বিজেপি

[আরও পডুন: মোদীকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে কোন চাল মমতার! বিরোধীরা সরব নিন্দায়][আরও পডুন: মোদীকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে কোন চাল মমতার! বিরোধীরা সরব নিন্দায়]

রামনবমী-হনুমান জয়ন্তীতে অস্ত্র মিছিল করে এলাকায় উত্তাপ ছড়ায়। প্রশসান অল্ত্র মিছিলে আপত্তি জানালে তখন মহরমের দোহাই দেওয়া হত। এবার তাই মহরমেও বেনজির সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে প্যাঁচে ফেলে দিল বীরভূমের বোলপুর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। এবার দেখার বিজেপি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেন।

[আরও পড়ুন: দিল্লিতে আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা, জারি লাল সতর্কতা ][আরও পড়ুন: দিল্লিতে আকাশপথে জঙ্গি হামলার আশঙ্কা, জারি লাল সতর্কতা ]

English summary
TMC’s minority cell decides to stop use of arms and sticks in Muharram. This decision is taken in Anubrata Mandal’s district Birbhum to counter BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X