For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ভাতা পাবেন পুরোহিতরাও! মমতার মন্ত্রী প্রকাশ্য সম্মেলনে দিলেন ঢালাও প্রতিশ্রুতি

এবার পুরোহিতদের ভাতা দেবে রাজ্য সরকার! শুক্রবার ধর্মতলার রানি রাসমণি রোডের পুরোহিত সম্মেলনে উপস্থিত হয়ে এই প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রিসভার এক সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

এবার পুরোহিতদের ভাতা দেবে রাজ্য সরকার! শুক্রবার ধর্মতলার রানি রাসমণি রোডের পুরোহিত সম্মেলনে উপস্থিত হয়ে এই প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রিসভার এক সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, তিনি পুরোহিতদের ভাতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করবেন।

পুরোহিতরাও এবার ভাতা পাবেন! মমতার মন্ত্রী প্রকাশ্য সম্মেলনে দিলেন ঢালাও প্রতিশ্রুতি

রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল সরকার বাংলার প্রতিটি মানুষের সঙ্গে আছে। পুরোহিতরা খুব কষ্টে-সৃষ্টে দিন যাপন করেন। তাঁদের ভাতার দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেটানোর চেষ্ঠা করবেন তিনি। একইসঙ্গে তাঁদের আরও দাবি রয়েছে, তা পূরণেরও চেষ্টা করা হবে।

রাজীব বলেন, পুরোহিতদের অনেকেরই মাথার ছাদ নেই। সেই সমস্যা মেটানোর পাশাপাশি স্বাস্থ্যসাথী-সহ একাধিক পরিষেবা যাতে তাঁরা পান, তা দেখবে রাজ্যের সরকার। এ বিষয়ে তিনি ব্রাহ্মণ তথা পুরোহিতদের সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন।

এদিনের সভা থেকে তিনি বিজেপিকে বিঁধতে ছাড়েননি। তিনি এদিন নাম না করেই বলেন, একটা রাজনৈতিক দল শুধু রাম-রাম করছে। এঁরা ভগবান শ্রীরামকে পার্টির এজেন্ট বানিয়ে ফেলেছে। ভগবান শ্রীরামকে নিয়ে এই রাজনীতি বাংলার মানুষ বরদাস্ত করবে না।

[আরও পড়ুন: কংগ্রেস-সিপিএম জোট চূড়ান্ত, লোকসভায় বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এক টেবিলে রফা][আরও পড়ুন: কংগ্রেস-সিপিএম জোট চূড়ান্ত, লোকসভায় বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এক টেবিলে রফা]

এদিন পুরোহিতরা দাবি জানান, ব্রাহ্মণদের পরিচয়পত্র দিতে হবে। টোল খুলতে দিতে হবে। সংস্কৃত কলেজ করতে হবে জেলায় জেলায়। প্রবীণদের ভাতা দিতে হবে। গৃহহীনদের বাসস্থান দিতে হবে। পুরোহিতদের স্বাস্থ্যবিমা দিতে হবে। এই দাবি মেনে তা শীঘ্রই মেটানো হবে বলে প্রতিশ্রুতি দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

English summary
TMC’s minister Rajeev Banerjee promises to pay allowance for priests. TMC now arranged priest conference in Kolkata on target of 2021 assembly Election of West Benagl,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X