
পরাণ বান্ধিবি কেমনে? 'সাইকো' দিলীপকে কটাক্ষ মদনের
দিলীপ ঘোষ (Dilip Ghosh) সাইকো। সঙ্গীত শিল্পী কেকের মৃত্যু নিয়ে এদিন করা বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে এই মন্তব্য করলেন তৃণমূল (trinamool congress) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। একই সঙ্গে তিনি বলেছেন, দেখা হলে দিলীপ ঘোষকে তিনি গান শোনাবেন।

কেকের মৃত্যু নিয়ে বিস্ফোরক দিলীপ
বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ সঙ্গীত শিল্পী কেকের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, কেকে-কে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। ঘটনাটিকে হত্যা বলেও মন্তব্য করেন তিনি। নজরুল মঞ্চের গোটা ঘটনার দায়তিনি তৃণমূল কংগ্রেসের ওপরে চাপিয়ে দেন। তিনি আরও বলেন, অপরাধ বোধ থেকে মুক্তি পেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান স্যালুটের বন্দোবস্ত করেছেন।

অমিত শাহের কথা উল্লেখ
এদিন দিলীপ ঘোষ অমিত শাহের কথাও উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বাঙ্গাল মে যাওগে তো মর যাওগে। দিলীপ ঘোষ বলেন, বাংলায় এসে লোকটা বেঘোরে মরে গেল। তাঁর অভিযোগ একটা লোককে হত্যা করা হল। তিনি বলেন,
এটা তৃণমূল দলের অনুষ্ঠান। নেতারাই অনুষ্ঠানের আয়োজন করেছেন, লোক জড়ো করেছেন। জোর করে একের পর এক গান গাইয়েছেন বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি চলে যেতে চেয়েছিলেন।
কিন্তু চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে।

পরাণ বান্ধিবি কেমনে?
সম্প্রতি দিলীপ ঘোষের মুখে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে লাগাম দিয়ে সতর্ক করা হয়েছে। যা নিয়ে এদিন মদন মিত্র বলেন, দিলীপ ঘোষের কানে এখন হেডফোনে একটা গান বাজে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে?দলের নেতৃত্ব দিলীপ ঘোষের মুখ ও পরাণ সবই বেঁধে দিয়েছে। তাই তিনি আবলতাবোল বকছেন বলে মন্তব্য করছেন তিনি।

দিলীপ ঘোষ সাইকো
এখানেই থেমে থাকেননি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেছেন, দিলীপ ঘোষ সাইকো। তিনি বলেছেন, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া, পাগলকে পাগল বলতে নেই। তাই তিনি আর কিছু বলছেন না। তবে তাঁর সঙ্গেদিলীপ ঘোষের দেখা হলে দিলীপ ঘোষকে গান শোনাবেন, কেয়া করু সজনী, আয়ে না বালাম।তবে এদিন শুধু মদন মিত্রই নন, দিলীপ ঘোষকে অন্যদিনের মতো ফের এদিন কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, বিজেপি দিলীপ ঘোষকে সেন্সর করেছে। তাই একটা ইস্যু নিয়ে তৃণমূলের দিকে কাদু ছুঁড়তে
চাইছেন তিনি।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! বেলা বাড়তেই হবে কি মুষলাধারায় বৃষ্টি? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস