For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের দাপুটে নেতার যোগদান বিজেপিতে, পুরভোটের মুখে মতুয়া ভোটব্যাঙ্কে ফাটলের শঙ্কা

তৃণমূলের দাপুটে নেতার যোগদান বিজেপিতে, পুরভোটের মুখে মতুয়া ভোটব্যাঙ্কে ফাটলের শঙ্কা

Google Oneindia Bengali News

পুরসভা ভোট এগিয়ে আসছে, সেইসঙ্গে প্রতিনিদনই দলবদল ঘটে চলেছে রাজ্য-রাজনীতিতে। নদিয়া বিপুল সংখ্যা বিজেপি নেতা-কর্মী দলে ছেড়ে বিজেপিতে যোগদান করেন বৃহস্পতিবার, তার রেশ কাটতে না কাটতেই ফের দলবদল। এবার দলবদল তৃণমূল ছেড়ে বিজেপিতে। নবদ্বীপের দাপুটে তৃণমূল নেতা যোগ দিলেন বিজেপিতে।

তৃণমূলের দাপুটে নেতা বিজেপিতে

তৃণমূলের দাপুটে নেতা বিজেপিতে

পুরভোটের আগে বড় ধাক্কা খেল তৃণমূল। শুক্রবার তৃণমূলের দাপুটে নেতা তথা মতুয়া মহাসঙ্ঘের নেতা গোপাল মণ্ডল যোগ দেন বিজেপিতে। পুরভোটের মুখে তাঁর দল ছাড়ায় তৃণমূল যেমন বিপাকে পড়ল, শক্তি বাড়ল বিজেপির। তৃণমূলের মতুয়া ভোটে থাবা বসাতে পেরে খুশি তারা।

বিজেপিতে যোগ মতুয়া মহাসঙ্ঘের নেতার

বিজেপিতে যোগ মতুয়া মহাসঙ্ঘের নেতার

বিজেপিতে যোগ দিয়ে তিনি জানান, মতুয়া মহাসঙ্ঘ নাগরিকত্ব আইন সমর্থন করে। তিনিও সমর্থ করেন নাগরিকত্ব সংশোধনী আইন। তৃণমূল এই আইের বিরুদ্ধে অযথা উল্টো প্রচার চালাচ্ছে বলে তাঁর অভিযোগ, সেই কারণেই দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

মতুয়া ভোটে প্রভাব পড়তে পারে, শঙ্কা তৃণমূলে

মতুয়া ভোটে প্রভাব পড়তে পারে, শঙ্কা তৃণমূলে

শুক্রবার বিজেপির নবদ্বীপ শহর দক্ষিণ মণ্ডলের সভাপতি শশধর নন্দী গোপাল মণ্ডলের হাতে বিজেপির পতাকা তুলে দেন। পুরভোটের আগে তাঁর বিজেপিতে যোগদানে নবদ্বীপে শক্তি বাড়ল পদ্ম শিবিরের। মতুয়া মহাসঙ্ঘের নেতার দলত্যাগে মতুয়া ভোটে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কায় তৃণমূল কংগ্রেস।

 তৃণমূল উসকে দিল নির্দল প্রার্থীর সম্ভাবনা, সঙ্গে সঙ্গে বিজেপি মনোনয়ন তুলল! জল্পনা তুঙ্গে তৃণমূল উসকে দিল নির্দল প্রার্থীর সম্ভাবনা, সঙ্গে সঙ্গে বিজেপি মনোনয়ন তুলল! জল্পনা তুঙ্গে

English summary
TMC’s leader who is in Matua Mahasangha joins in BJP before municipal election. BJP is pleased to join him and to break TMC’a Matua vote bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X