For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের 'খেলা হবে' এবার পাড়ি দিল আরও এক ভোটমুখী রাজ্যে, নেপথ্য়ে এক হেভিওয়েট

  • |
Google Oneindia Bengali News

মমতা থেকে অভিষেকের এমন কোনও হাইভোল্টেজ সভা নেই, যেখানে 'খেলা হবে' স্লোগান ওঠেনি! নীলবাড়ি দখলের লড়াইয়ে এই স্লোগান এই মুহূর্তে ভাইরাল। মূলত, তৃণমূলের দেবাংশুর হাত ধরে এই স্লোগান ডিজে মিক্সে এখন গানের রূপ নিয়েছে। এদিকে, 'খেলা হবে' বাংলা পার করে এখন ভিন রাজ্যের বিধানসভা ভোটে ঝড় তুলছে।

ভিন রাজ্যে 'খেলা হবে'

ভিন রাজ্যে 'খেলা হবে'

তৃণমূলের 'খেলা হবে'র তালে গোটা রাজ্য মাতোয়ারা। বাংলার দিকে দিকেএই স্লোগানের গানে প্রার্থীদের প্রচারও জমছে। মদন মিত্র থেকে হুমায়ুন কবীরের প্রচারে 'খেলা হবে' স্লোগান জোরদার হয়েছে। আর ভিন রাজ্যে এবার এই স্লোগান যেতে শুরু করেছে।

তৃণমূলের স্লোগান আরজেডির হাত ধরে ভাইরাল

তৃণমূলের স্লোগান আরজেডির হাত ধরে ভাইরাল

প্রসঙ্গত, তৃণমূলের এই স্লোগান আরজেডি নেতা তেজস্বী যাদবের হাত ধরে ভাইরাল হয়ে গিয়েছে। বাংলায় তৃণমূলের পাশে থাকা আরজেডি এবার তৃণমূলের এই স্লোগানকে নিয়ে গিয়ে ফেলল আরও এক ভোটমুখী রাজ্যে। আর তার সঙ্গেই উঠল প্রচারে ঝড়।

 কোন রাজ্যে ভাইরাল এই স্লোগান?

কোন রাজ্যে ভাইরাল এই স্লোগান?

অসমের ভোটে ভাইরাল হয়ে গেল 'খেলা হবে'। মূলত, এই খেলা হবে স্লোগানটি অসমে নিয়ে গিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি সেখানে বিজেপিকে আক্রমণ করে এক কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে 'খেলা হই কি না?' বলে সুর চড়ান। প্রসঙ্গত কয়েকদিন আগে, বাংলায় এসে তেডস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। বাংলার রাজনৈতিক অঙ্কে আরজেডির অবস্থান নিয়েও মমতার কাছে সাফ সমর্থনের বার্তা দেন তেজস্বী। এরপর সেই তৃণমূলের স্লোগানই তেজস্বীর হাত ধরে ভাইরাল হল ভিন রাজ্যে।

ভোজপুরিতে 'খেলা হবে'র সুর!

ভোজপুরিতে 'খেলা হবে'র সুর!

অসমের ঢালাই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী কামাক্ষ্যা প্রসাদ মল্লার হয়ে প্রচারে নামেন তাজস্বী যাদব। তিনি সেখানে কর্মসংস্থান থেকে শুরু করে মূল্যবৃদ্ধি নিয়ে প্রচারে বিজেপিকে বেঁধেন। আর সেই সময়ই ভোজপুরীতে 'খেলা হবে'র এক নয়া ভার্সানে সুর চড়ান লালুপুত্র।

English summary
TMC's Khela hobe slogan gets viral with RJD leader Tejaswi Yadav .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X