For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অসৎ' দিলীপ ঘোষকে নিয়ে টুইট করুন! 'প্রমাণ' দিয়ে রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুঁড়লেন কল্যাণ

এবার রাজ্যপালকে চ্যালেঞ্জ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অসৎ দিলীপ ঘোষকে নিয়ে টুইট করুন রাজ্যপাল।

  • |
Google Oneindia Bengali News

এবার রাজ্যপালকে চ্যালেঞ্জ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অসৎ দিলীপ ঘোষকে নিয়ে টুইট করুন রাজ্যপাল।

আম্ফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ নিয়ে ছোট ঘটনার তত্ত্ব! ২০২১-এর পর পগার পার হবে বিজেপি,বললেন মমতাআম্ফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ নিয়ে ছোট ঘটনার তত্ত্ব! ২০২১-এর পর পগার পার হবে বিজেপি,বললেন মমতা

নিউটাউনে ১২ ঘরের ফ্ল্যাটে দিলীপ ঘোষ

নিউটাউনে ১২ ঘরের ফ্ল্যাটে দিলীপ ঘোষ

এমাসের শুরুতেই সল্টলেকের ভাড়া বাড়ি ছেড়ে নিউটাউনের ১২ ঘরের ফ্ল্যাটে উঠে গিয়েছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর অনুযায়ী দিলীপ ঘোষ সেখানে থাকছেন বিনা ভাড়ায়। সৌজন্যে শহরের এক নার্সিংহোমের মালিক। আবাসনটি প্রোমোটরও ওই ব্যবসায়ী বলেই জানা গিয়েছে। এব্যাপারে বিজেপির ব্যাখ্যা দিলীপ ঘোষের ১৮ জন নিরাপত্তারক্ষী। সল্টলেকের ভাড়া বাড়িতে তাঁদের জায়গার অসুবিধা হচ্ছিল।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

দিলীপ ঘোষ ১৪টা না ১৮টা ঘরের ৪-৫ কোটি টাকার ফ্ল্যাটে থাকছেন। একজন প্রোমোটারের দেওয়া ফ্ল্যাটে বিনা ভাড়ায় বিজেপির রাজ্য সভাপতি থাকছেন, এতেই প্রমাণ হয় তিনি একজন অসৎ। দেওয়া-নেওয়ার খেলা নিশ্চয় রয়েছে। বুধবার এভাষাতেই দিলীপ ঘোষকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপালকে চ্যালেঞ্জ কল্যাণের

রাজ্যপালকে চ্যালেঞ্জ কল্যাণের

রাজ্যপাল জগদীপ ধনখড়কে চ্যালেঞ্জ ছুঁড়ে কল্যাণ বলেন, উনি তো অনেক ট্যুইট করেন। দিলীপ ঘোষের বিলাসবহুল ফ্ল্যাটে থাকা ঠিক নয় বলে তিনি ট্যুইট করলে বোঝা যাবে, ওঁর এখনও মনুষ্যত্ব রয়েছে। নয়তো বোঝাযাবে তিনিও একজন রাজনৈতিক অসৎ ব্যক্তিত্ব।

 আগেও আক্রমণ দিলীপ ঘোষকে

আগেও আক্রমণ দিলীপ ঘোষকে

এর আগে দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে তিনি বলেছেন, এটা কোন রঘু সর্দার দলের সভাপতি, গুণ্ডাদলের সভাপতি। তাঁর চ্যালেঞ্জ বদলা তো কোনওদিন নিতেই পারবে না, নিতে এলে হাত ছিড়ে ফেলে দেওয়া হবে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিলীপ ঘোষকে সিপিএম-এর সময়ে দেখা যায়নি। তিনি আরও বলেন দিলীপ ঘোষ কত মারতে পারেন, তা তৃণমূল দেখতে চায়। তাঁদের(তৃণমূলের) একটা লোকের গায়ে হাত পড়লে, বিজেপির ১০ টা লোকের গায়ে হাত পড়বে। হুঁশিয়ারি দিয়েছিলেন কল্যাণ।

English summary
TMC's Kalyan Banerjee challenges Jagdeep Dhankhar to twitt on Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X