For Quick Alerts
For Daily Alerts
বিজেপির রাজনীতি তলানিতে, দাবি জ্যোতিপ্রিয়র
"বিজেপির আর এগিয়ে লাভ নেই। ধাক্কা খেয়েছে,হোঁচট খেয়ে গেছে। এই বাংলায় বিজেপির রাজনীতি তলানিতে ঠেকেছে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতই এই বাংলায় আসুক না কেন কিচ্ছু হবে না। আসন্ন পুরভোটের ফলাফলে বিজেপি দলের শেষ যবনিকা হয়ে যাবে। দেখবেন এই রাজ্য থেকে বিজেপি দলটাই উঠে যাবে।

বিজেপির লিডাররা যে অশ্রাব্য, কু ভাষায় কথা বলার পরিপেক্ষিতে এলাকার মানুষেরা ওদেরকে কি চোখে দেখে তা এলাকার মানুষেরাই আমাদেরকে বলেন। আসল কথা হলো মমতা ব্যানার্জির বিকল্প এই বাংলায় কেন সারা ভারতবর্ষে নেই"। রবিবার দুপুরে মছলন্দপুর যুব সংঘের মাঠে শিল্টন পাল ফুটবল একাডেমির উদ্বোধন ও প্রদর্শনী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।