For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রত-গড়ে তৃণমূলে বিরাট ভাঙন! একুশের আগে দল ছাড়লেন হেভিওয়েট কাউন্সিলর

অনুব্রত-গড়ে তৃণমূলে বিরাট ভাঙন! একুশের আগে দল ছাড়লেন হেভিওয়েট কাউন্সিলর

  • |
Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডল-গড়েও ভাঙন ধরে গেল তৃণমূল কংগ্রেসে। বীরভূমের রামপুরহাট পুরসভার হেভিওয়েট কাউন্সিলর তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করে দিতেই জল্পনা শুরু হয়ে যায়। একুশের নির্বাচনের আগে তাঁর পদত্যাগ অনুব্রত মণ্ডলের জেলাতেও প্রশ্নের মুখে ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলে ভাঙন দেখা দেওয়ায় উৎফুল্ল বিজেপি।

দল ছাড়লেন রামপুরহাট পুরসভার হেভিওয়েট কাউন্সিলর

দল ছাড়লেন রামপুরহাট পুরসভার হেভিওয়েট কাউন্সিলর

সম্প্রতি তৃণমূলে বিদ্রোহের সুর তুলেছেন বহু নেতা-নেত্রী। অনেক হেভিওয়েট নেতানেত্রীর বিজেপি যোগেরও সম্ভাবনা তৈরি হয়েছে। এবার বীরভূমেও ঢুকে পড়ল সেই ভাঙন-রোগ। বীরভূমে দল ছাড়লেন রামপুরহাট পুরসভার হেভিওয়েট কাউন্সিলর আব্বাস হোসেন। তিনি পদত্যাগ করার কথা ঘোষণা করেন এবং কারণও দর্শান।

দল ছেড়ে দায়ী করলেন পুর-প্রশাসক অশ্বিনী তিওয়ারিকে

দল ছেড়ে দায়ী করলেন পুর-প্রশাসক অশ্বিনী তিওয়ারিকে

দল ছেড়ে কাউন্সিলর আব্বাস হোসেন দায়ী করেন পুরসভার প্রশাসক অশ্বিনী তিওয়ারিকে। পুরসভার প্রশাসকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, তাঁর দল ছাড়ার জন্য দায়ী পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক অশ্বিনী তিওয়ারি। তিনি নিজে ইচ্ছামতো কাজ করছেন। দলের কর্মীদের কোনও সম্মান দিচ্ছেন না।

জন্মলগ্ন থেকে দলে আছি, এখন দুঃখেই তৃণমূল ছাড়ছি

জন্মলগ্ন থেকে দলে আছি, এখন দুঃখেই তৃণমূল ছাড়ছি

তিনি বলেন, প্রশাসকের এই ভূমিকা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি বারবার জানানো সত্ত্বেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি। আব্বাস বলেন, জন্মলগ্ন থেকে দলে আছি, এখন দুঃখেই তৃণমূল ছাড়ছি। তবে তিনি স্পষ্ট করেননি, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে। তিনি কোন দলে যোগ দেবেন।

দলের সঙ্গে দূরত্ব তৈরির পর পদত্যাগ কাউন্সিলরের

দলের সঙ্গে দূরত্ব তৈরির পর পদত্যাগ কাউন্সিলরের

বেশ কিছুদিন ধরে তিনি দলের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন। তারপর এদিন দলত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। তবে তাঁর দলত্যাগ নিয়ে পুর প্রশাসক বা জেলা তৃণমূল সভাপতি এখনও কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁর দলত্যাগ নিয়ে জেলায় সাড়া পড়ে গিয়েছে।

ব্যারাকপুর এখন 'গ্যাংস অব ওয়াসিপুর', পুলিসকে চুড়ি পরে থাকার পরামর্শ অগ্নিমিত্রারব্যারাকপুর এখন 'গ্যাংস অব ওয়াসিপুর', পুলিসকে চুড়ি পরে থাকার পরামর্শ অগ্নিমিত্রার

English summary
TMC’s heavyweight councilor leaves party in Anubrata Mondal’s hub before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X