For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি রুখতে সিপিএমকে তলব তৃণমূলের! মন্ত্রীর সাক্ষাৎ পেতে বামনেতা ছুটলেন নবান্নে

সাম্প্রতিককালের ইতিহাসে এ ছবি দেখা ভার! সিপিএমকে তলব করেছে তৃণমূল। হ্যাঁ, এমনটাও হল এবার। রাজ্যে বিজেপিকে আটকাতে হবে যে। তাই সিপিএমে এখন নমনীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রতিককালের ইতিহাসে এ ছবি দেখা ভার! সিপিএমকে তলব করেছে তৃণমূল। হ্যাঁ, এমনটাও হল এবার। রাজ্যে বিজেপিকে আটকাতে হবে যে। তাই সিপিএমে এখন নমনীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সেই কারণেই সিপিএমের শতবর্ষের অনুষ্ঠানের আগে রবীন দেবকে তড়িঘড়ি নবান্নে ডেকে সুখবর শোনালেন তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাস।

সিপিএমকে ডেকে সুখবর

সিপিএমকে ডেকে সুখবর

উৎসব শেষ। ফের রাজনীতির আঙিনায় সক্রিয় সমস্ত দলই। কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন শুরু হচ্ছে বৃহস্পতিবার। সেই অনুষ্ঠান নিয়েই অরূপ রায় সুখবর দেওয়ার জন্য ডাকেন সিপিএম নেতা তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেবকে। রবীনবাবুও ডাক পাওয়া মাত্রই ছোটেন নবান্নে।

নেতাজি ইন্ডোরের অনুমতি

নেতাজি ইন্ডোরের অনুমতি

আসলে সিপিএম শতবর্ষের অনুষ্ঠানে করতে চেয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তা না পেয়ে আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করার পরিকল্পনা করে। এরই মধ্যে সোমবার ক্রীড়া যুব কল্যাণ দফতরের মন্ত্রী জানান, ১৭ অক্টোবর তাঁরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নিতে পারেন।

অনুমতি মিলতেই স্থান পরিবর্তন

অনুমতি মিলতেই স্থান পরিবর্তন

মন্ত্রীর কাছ থেকে এই খবর পাওয়া মা্ত্রই সোজা নবান্নে চোটেন রবীন দেব। তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করেন। অনুমতি মিলতেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ঘোষণা করেন, তাঁদের পার্টি শততম বর্য উদযাপনের অনুষ্ঠান-স্থল পরিবর্তন হচ্ছে। আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহের পরিবর্তে অনুষ্ঠান হবে নেতা ইন্ডোরে।

সাম্প্রতিককালের মধ্যে প্রথম

সাম্প্রতিককালের মধ্যে প্রথম

সূর্যকান্ত মিশ্র বলেন, নেতাজি ইন্ডোর পাওয়া যাচ্ছে না বলেই আমরা আলিপুরের ওউ প্রেক্ষাগৃহ ঠিক করেছিলাম। এখন সরকার নেতা ইন্ডোরে অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় আমরা অন্ষ্ঠান স্থল পরিবর্তন করছি। আর সরকারের এই অনুমতির ফলে সাম্প্রতিককালের মধ্যে প্রথম সিপিএম কোনও সভা হচ্ছে নেতাজি ইন্ডোরে।

বিজেপি পেল, সিপিএম পাবে না!

বিজেপি পেল, সিপিএম পাবে না!

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নেতাজি ইন্ডোরে সভা করে গেলেন। এই মুহূর্তে রাজ্যে বিজেপিই তৃণমূলের প্রধান বিরোধী। তাই তাঁদের যখন সভা করার অনুমতি দেওয়া হল, তখন সিপিএমকে নয় কেন। তাই তাঁদের আগ্রহ ভরেই ডেকে অনুমিত দেওয়া হল সভা করার।

English summary
TMC’s government gives permission to CPM for 100 year’s program. TMC gives permission to stop BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X