mamata banerjee mla minister tmc trinamool congress assembly election west bengal assembly election 2021 malda west bengal মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক মন্ত্রী তৃণমূল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ মালদহ পশ্চিমবঙ্গ politics
তৃণমূলের প্রাক্তনমন্ত্রীর দলত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে, প্রার্থীপদ বিতর্কে চর্চা একুশের নির্বাচনে
কিছুদিন আগেই তাঁর প্রবলতর প্রতিদ্বন্দ্বী নিহাররঞ্জন ঘোষের বিজেপি যোগ নিয়ে জল্পনা বাড়িয়েছিলেন খোদ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। সেই তিনিই এখন তৃণমূল ছাড়তে পারেন বলে চর্চা শুরু হয়েছে তাঁর নিরাপত্তা প্রত্যাহারের পর। তৃণমূলের সঙ্গে যে কৃষ্ণেন্দুনারায়ণের দূরত্ব ক্রমশই বাড়ছে তা প্রকাশ্যে চলে এসেছে।

কৃষ্ণেন্দু বিজেপিতে বা কংগ্রেস যাওয়ার জন্য পা বাড়িয়ে
মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দুকে নিয়ে নিজে বৈঠক করে এসেছেন। তাঁকে বুঝিয়ে এসেছেন। কিন্তু মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে কে দাঁড়াবেন, তা নিয়ে জট পাকিয়ে কৃষ্ণেন্দু নিজেই দূরত্ব তৈরি করছেন। কান পাতলেই শোনা যাচ্ছে, কৃষ্ণেন্দু বিজেপিতে বা কংগ্রেস যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। শুধু বিধানসভার টিকিট পেতেই তিনি দলবদলে আগ্রহী বেল মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি বা কংগ্রেস উৎসাহী নয় কৃষ্ণেন্দুনারায়ণকে নিতে
কৃষ্ণেন্দুনারায়ণের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। তিনি বিধানসভার টিকিট পাওয়ার জন্য দলবদলে আগ্রহী হলেও বিজেপি বা কংগ্রেস তাঁকে নিতে উৎসাহী নয়। বিজেপির জেলা নেতৃত্ব একেবারেই চাইছে না কৃষ্ণেন্দুকে দিলে নিতে। কংগ্রেসেরও তথৈবচ অবস্থা। আর এই অবস্থায় কৃষ্ণেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে পড়েছে।

নীহাররঞ্জন ঘোষকেই প্রাধান্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস
ইংরেজবাজারে প্রার্থী হিসেবে তৃণমূল কাকে অগ্রাধিকার দেবে, তা নিয়ে প্রশ্ন ছিলই। আর এক্ষেত্রে নীহাররঞ্জন ঘোষকেই যে প্রাধান্য দিয়েছে দল তা প্রমাণ করে দিলেন কৃষ্ণেন্দু। নিহাররঞ্জনবাবু এর আগে কৃষ্ণেন্দুকে হারিয়েই বিধায়ক হয়েছিলেন। শুধু নিহারবাবু ছিলেন কংগ্রেসের প্রার্থী। আর কৃষ্ণেন্দু ছিলেন তৃণমূলের প্রার্থী।

নিহাররঞ্জনের কাছে ধোপে টেকেননি কৃষ্ণেন্দুনারায়ণ
এখন উভয়েই তৃণমূল কংগ্রেসে রয়েছেন। ফলে সংঘাত চরমে উঠেছে। কাকে প্রার্থী করবে দল, তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই তুঙ্গে উঠেছে। নিহারবাবু পুরসভা নির্বাচনেও কৃষ্ণেন্দুকে হারিয়ে দিয়েছিলেন। তারপর বিধানসভাতেও নিহাররঞ্জনের কাছে ধোপে টেকেননি কৃষ্ণেন্দুনারায়ণ। স্বভাবতই বর্তমান বিধায়ককেই প্রার্থীপদে অগ্রাধিকার দিয়েছে তৃণমূল।

পরস্পরের বিরুদ্ধে অভিযোগ কৃষ্ণেন্দুনারায়ণ ও নীহাররঞ্জনের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদহ সফরের পর পক্ষকাল কাটতে না কাটতেই গোষ্ঠীকোন্দল বাধে তৃণমূলকে। এবার দলের বিধায়কের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন প্রাক্তনমন্ত্রী তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আবার তাঁর বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ এনেছিলেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।
বসিরহাটে দলীয় কার্যালয় ডেকে এনে তৃণমূল কার্যালয়ে মারধরের অভিযোগ, জখম ৩
সানি লিওনির অদেখা নানা মুহূর্তের ছবি