সরস্বতী পুজোয় জনসংযোগের জের? ভোটের মুখে করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
করোনা আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে তাঁর জ্বর আসে। সঙ্গে সর্দি-কাশিও ছিল বলে জানা যায়। এরপরই বুধবার তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট এলে জানান যায়, মন্ত্রী কোভিড আক্রান্ত হয়েছেন। তবে তাঁর শরীর ততটাও খারাপ না হওয়ায় নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন মন্ত্রী।

জানা গিয়েছে, করোনা কালে রাজ্যের সব প্রবীণ মন্ত্রীকেই নিজেদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো বাড়িতে থেকেই কাজ করছিলেন ৭৭ বছরের এই মন্ত্রী। তবে গত কয়েক দিনে করোনা কমার ইঙ্গিত মেলায় ফের ভোট প্রচারে ময়দানে নেমেছিলেন মন্ত্রী। এদিকে জানা গিয়েছে, তিনদিন আগে এসএসকেএম হাসপাতালে নিজের কোমরের জন্য ইনজেকশন নিতে গিয়েছিলেন মন্ত্রী।
এছাড়া মঙ্গলবার সরস্বতী পুজোর দিনও প্রচুর মানুষের সংস্পর্শে আসেন তিনি। নিজের বাড়ির পাশাপাশি পুজো করেন তৃণমূল ভবনেও। এরপরই সেদিন রাত থেকে শোভন চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। এর পরই বুধবার করোনা পরীক্ষা করান তিনি।