For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রীর এলাকাতেই উন্নয়ন, অন্যত্র শুধুই অন্ধকার! জেলা সভাপতির বার্তায় ‘সিঁদুরে মেঘ’ তৃণমূলে

মন্ত্রীর এলাকাতেই শুধু উন্নয়ন হচ্ছে, অন্যত্র উন্নয়নের ছোঁয়া লাগছে না।’ এমনকী মন্ত্রীর এলাকার লোকই চাকরি পাচ্ছেন বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।

Google Oneindia Bengali News

পঞ্চায়েতের আগে তৃণমূলে আছড়ে পড়ল প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের ঝড়। এবার দলের মন্ত্রীর বিরুদ্ধেই সরব হলেন খোদ জেলা সভাপতি। পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি এবার মন্ত্রীর নাম না করেই দলের গোষ্ঠীকোন্দল উসকে দিলেন। জেলা সভাপতি ভি শিবদাসন বলেন, 'মন্ত্রীর এলাকাতেই শুধু উন্নয়ন হচ্ছে, অন্যত্র উন্নয়নের ছোঁয়া লাগছে না।' এমনকী মন্ত্রীর এলাকার লোকই চাকরি পাচ্ছেন বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।

মন্ত্রীর এলাকাতেই উন্নয়ন, অন্যত্র শুধুই অন্ধকার! জেলা সভাপতির বার্তায় ‘সিঁদুরে মেঘ’ তৃণমূলে

তাঁর এই অভিযোগের তির যে মন্ত্রী মলয় ঘটকের দিকে, তা বলার অপেক্ষা রাখে না। তিনি এদিন নাম না করে মলয় ঘটককে আক্রমণ করেন। বলেন, 'তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে উন্নয়নের কাজ হচ্ছে ঠিকই, কিন্তু বিশেষ বিশেষ জায়গা ছাড়া অন্য এলাকা গুরুত্ব পাচ্ছে না। এই জেলায় শুধু মন্ত্রীর এলাকাই উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে।'

[আরও পড়ুন: ফের রোষ শ্যামাপ্রসাদে, ফলক বিকৃতিতে কালিমালিপ্ত ঐতিহ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়][আরও পড়ুন: ফের রোষ শ্যামাপ্রসাদে, ফলক বিকৃতিতে কালিমালিপ্ত ঐতিহ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়]

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামাম বেজে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য নির্ঘণ্ট নিয়েও কাটাছেঁড়ার কাজ চলছে এখন। এই অবস্থায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শাসকদলের এই গোষ্ঠীদ্বন্দ্ব বিশেষ তাৎপর্যপূর্ণ। শুধু উন্নয়ন নিয়েই এই কটাক্ষ করা হয়নি মলয় ঘটককে, ২০১৪-র নির্বাচনে হার নিয়েও বার্তা দিয়েছেন জেলা সভাপতি। তিনি বলেন, উন্নয়নের এই ফারাকের জন্যই আসানসোল লোকসভা কেন্দ্রে হারে তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েতের আগে এই গোষ্ঠীকোন্দল তৃণমূলের কাছে সিঁদুরে মেঘ হয়ে দেখা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর তৃণমূলে এই সিঁদুরে মেঘ দেখেই বিজেপি ঝাঁপিয়ে পড়তে পারে। এমনিতেই বিজেপি ওঁত পেতে বসে রয়েছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল কাজে লাগাতে। পঞ্চায়েতে বিজেপির দায়িত্বপ্রাপ্ত মুকুল রায় জানিয়েই দিয়েছেন তৃণমূলের গোষ্ঠীকোন্দল কাজ লাগাতে হবে। এই অবস্থায় তৃণমূল জেলা সভাপতির গোষ্ঠীকোন্দলের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন:দলিতের পর টার্গেট কৃষক-শ্রমিক-মৎস্যজীবী! নয়া পঞ্চায়েত-কৌশল বিজেপির 'চাণক্যে'র ][আরও পড়ুন:দলিতের পর টার্গেট কৃষক-শ্রমিক-মৎস্যজীবী! নয়া পঞ্চায়েত-কৌশল বিজেপির 'চাণক্যে'র ]

English summary
TMC’s District President's comments do open of group clash in party at West Burdwan. He says that TMC do development only minister’s area. He attacks to minister Malay Ghatak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X