For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার সংস্কৃতিকে অপমান করছেন দিলীপ ঘোষ, বললেন চন্দ্রিমা! প্রধানমন্ত্রী কি অধ্যাপক, তুললেন প্রশ্ন

বাংলার সংস্কৃতিকে অপমান করছেন দিলীপ, বললেন চন্দ্রিমা! প্রধানমন্ত্রী কি অধ্যাপক, তুললেন প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

এবার মমতা বন্দ্যোপাধ্যায় নন, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়রা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণের জন্য বেছে নিলেন। পাশাপাশি তাঁরা প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেন।

দিলীপ ঘোষের আক্রমণ

দিলীপ ঘোষের আক্রমণ

যারা অন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের গুলি করে মারার নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষ। বলেছিলেন অসম এবং উত্তর প্রদেশে এইভাবেই আন্দোলন দমন করা হয়েছে। যদিও দিলীপ ঘোষের কথার প্রতিবাদ করেছিলেন দলের সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়। সমালোচনার জবাব দিতে গিয়ে বলেছিলেন, যারা সরকারি সম্পত্তি নষ্ট করে, তাদের কি চা খাওয়ানো হবে।

চন্দ্রিমা ভট্টাচার্যের কটাক্ষ

চন্দ্রিমা ভট্টাচার্যের কটাক্ষ

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, দিলীপ ঘোষ গুলি করার কথা বলেছেন। ওনার তো মুখ্যমন্ত্রী হওয়ার শখ। তাহলে কাদের নিয়ে উনি রাজত্ব করবেন, প্রশ্ন করেছেন চন্দ্রিমা। তাঁর মতে, দিলীপ ঘোষ বাংলার সংস্কৃতিকে অপমান করেছেন।

আক্রমণে মালা রায়

আক্রমণে মালা রায়

দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়ে তৃণমূলের দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় বলেছেন, অত্যন্ত নিম্নমানের ভাষা প্রয়োগ করছেন দিলীপ ঘোষ। তাঁর মতে মানুষ এসবকে সমর্থন করে না। এপ্রসঙ্গে তাঁর মন্তব্য, যারা নিম্নমানের ভাষা প্রয়োগ করেন, তাদের তিনি মানুষ বলেই মনে করেন না।

নিশানায় নরেন্দ্র মোদীও

নিশানায় নরেন্দ্র মোদীও

তৃণমূল নেত্রীদের আক্রমণের মুখে শুধু দিলীপ ঘোষই ছিলেন না, নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী সোমবার পরীক্ষা পে চর্মায় অংশ নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে দিয়েছিলেন। সেই প্রসঙ্গকে কটাক্ষ করতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন মোদী কি অধ্যাপক। ওনার বাণী শুনে ছাত্রছাত্রীরা যা পড়েছে তা ভুলে যাবে বলে কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন দশ লাখের কোট আক দেড় লাখের চশমা পরে মার্কেটিং করছেন তিনি।

জেএনইউ-এ কেন যাচ্ছেন না মোদী

জেএনইউ-এ কেন যাচ্ছেন না মোদী

দুই তৃণমূল নেত্রীরই প্রশ্ন জেএনইউতে কেন যাচ্ছেন না মোদী। সেখানে গিয়ে পড়ুয়াদের সামনে দাঁড়ান বলেছন চন্দ্রিমা। অন্যদিকে মায়া রায় বলেছেন, মোদী পড়ুয়াদের ভালবাসলে জেএনইউ-এর কাণ্ড ঘটত না।

দিল্লি নির্বাচনের ১৫ দিন আগে কর্পোরেশনে নথিতে আগুন! প্রশ্ন উস্কে কেজরিওয়ালকে কটাক্ষ বাগ্গার দিল্লি নির্বাচনের ১৫ দিন আগে কর্পোরেশনে নথিতে আগুন! প্রশ্ন উস্কে কেজরিওয়ালকে কটাক্ষ বাগ্গার

English summary
TMC's Chandrima Bhattacharya and Mala Roy attacks Dilip Ghosh and Narendra Modi. Dilip Ghosh was attacked for his comments on firing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X