For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন, ব্লক সাধারণ সম্পাদকের ঘর ওয়াপসিতে শক্তিবৃদ্ধি অধীরের

২০১৬ সালের পর অধীর-গড় ভেঙে চুরমার করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০১৯ লোকসভা ভোটের আগে তারই পাল্টা প্রদেশের কংগ্রেসের প্রাক্তন সভাপতি কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর।

Google Oneindia Bengali News

২০১৬ সালের পর অধীর-গড় ভেঙে চুরমার করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০১৯ লোকসভা ভোটের আগে তারই পাল্টা দিতে তৈরি প্রদেশের কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবারও বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ভেঙে ফের শক্তি বৃদ্ধি করল কংগ্রেস। ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যোগ দিলেন কংগ্রেসে।

তৃণমূল ছেড়ে ঘর ওয়াপসি

তৃণমূল ছেড়ে ঘর ওয়াপসি

লালগোলা তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক হারুন অল রসিদ এদিন অধীর চৌধুরীর হাত ধরায় তৃণমূল কংগ্রেস মোক্ষম ধাক্কা খেল। তিনি শুধু একা নন, তাঁর নেতৃত্বে এদিন ২৫ জন সক্রিয় কর্মীর ঘর ওয়াপসি হয়। আরও কর্মী সমর্থকদের লাইন রয়েছে পিছনে, কংগ্রেসে যোগ দিয়ে দাবি করেন হারুন আল রসিদ।

অগ্নিপরীক্ষার আগে শক্তিবৃদ্ধি

অগ্নিপরীক্ষার আগে শক্তিবৃদ্ধি

এদিন কান্দির কুমারসন্ড গ্রাম পঞ্চায়েতের দেড় শতাধিক তৃণমূল নেতা-কর্মীও এদিন যোগ দেন কংগ্রেসে। তৃণমূল ভেঙে নিজেদের শক্তিশালী করার প্রক্রিয়া জারি রেখেছন অধীর চৌধুরী। কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল মুর্শিদাবাদ জেলা। সেই গড় কোনওমতেই হারাতে চান না অধীর। এবার তাঁর অগ্নিপরীক্ষা। পঞ্চায়েত ভোটে প্রহসন হয়েছে বলে দাবি করেছেন তিনি। এবার তিনি নিজে পরীক্ষার্থী হয়ে আসরে।

অধীর চৌধুরীর হাত থেকে পতাকা

অধীর চৌধুরীর হাত থেকে পতাকা

এদিন জেলা কংগ্রেসের কার্যালয়ে অধীর চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন হারুন অল রসিদ ও অন্যান্যরা। পুরনো নেতা-কর্মীদের পাশে নিয়ে অধীর চৌধুরী বলেন, এঁরা তো হিমশৈলের চূড়ামাত্র। এখনও বহু মানুষ লাইন দিয়ে রয়েছেন। তাঁরা ঘরে ফিরতে চায়। তাঁরা ঘরে ফিরবেন। শীঘ্রই যোগদান করবেন কংগ্রেসে।

সওয়াল মমতার সরকারের বিরুদ্ধে

সওয়াল মমতার সরকারের বিরুদ্ধে

কংগ্রেস যোগ দিয়ে লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হারুন অল রসিদ বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, ‘মুখে উন্নয়নের কথা বললেও, ছাত্র-যুবদের মানোন্নয়নের কোনও নজর দেননি। তাঁর রাজ্যে চাকরিপ্রার্থীদের অনশন করতে হয়, পুলিশের হাতে নির্বিচারে মার খেতে হয়।' তিনি তাই কংগ্রেসে ফিরে এলেন। কংগ্রেসই প্রকৃত আন্দোলনের পথ দেখাতে পারে বলে সওয়াল করলেন তিনি।

English summary
TMC’s block general secretary joins in Congress before Lok Sabha Election 2019. Adhir Chowdhury breaks TMC and increases power in Murshidabad again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X