For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেশি উড়তে চাইলে ডানা ছেঁটে দেব বিজেপির! ‘উন্নয়ন’ দেখানোর পর হুঙ্কার অনুব্রতর

দুদিন আগেই রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নকে হাত ধরে দেখানোর বার্তা দিয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার সরাসরি বিজেপির ডানা ছাঁটার হুমকি দিয়ে রাখলেন তিনি।

Google Oneindia Bengali News

দুদিন আগেই রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নকে হাত ধরে দেখানোর বার্তা দিয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার সরাসরি বিজেপির ডানা ছাঁটার হুমকি দিয়ে রাখলেন তিনি। সিউড়িতে মহামিছিলে অংশ নিয়ে তিনি একযোগে আক্রমণ করেন অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁদের বাংলার সফর নিয়ে তোপ দাগেন অনুব্রত।

বেশি উড়তে চাইলে ডানা ছেঁটে দেব বিজেপির! ‘উন্নয়ন’ দেখানোর পর হুঙ্কার অনুব্রতর

বীরভূম জেলা সভাপতি বলেন, 'এখন একটা ডানাওয়ালা দল বেরিয়েছে। তারা আবার উড়তে চাইছে। কিন্তু ডানা তো আর তাড়াতাড়ি বড় হয় না। অনেক সময় লাগবে। তাই যে গাছে আছে, সেই গাছে থাকাই ভালো। বেশি উড়তে চাইলে, ডানা ছেঁটে দেব। অন্য গাছে যেতে গেলেই আছডে পড়বে মাটিতে।'

সোমবার সিউড়িতে একটি মহামিছিল হয় তৃণমূলের। কিন্তু সেই মিছিল শেষ করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। হয়নি সমাবেশও। অনুব্রত জেলা পার্টি অফিস থেকেই বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন। তিনি বলেন, 'গ্রাম গ্রামে লোক পাঠিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটাতে চাইছে। আমার জেলায় ওসব চলবে না। ওসব করতে গেলে হাত ধরে উন্নয়ন দেখিয়ে দেব।'

তিনি বলেন, 'সম্প্রতি অমিত শাহ বীরভূম সফর সেরে গিয়েছেন। বিজেপি নাকি এই জেলার দুটি আসনকে টার্গেট করেছে লোকসভায়।' অনুব্রত-র বার্তা, 'বাংলায় ২২টি আসন বিজেপির টার্গেট, নিশ্চয়ই অসুস্থ ছিলেন অমিত শাহ। না হলে ওইরকম প্রলাপ বকতে পারে।' তিনি এদিন প্রধানমন্ত্রীর মোদিনীপুর সফরকে কটাক্ষ করে বলেন, 'মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র কৃষকরা আত্মহত্যা করছে, আর প্রধানমন্ত্রী বাংলায় আসছেন কৃষকদের সঙ্গে কথা বলতে। কী কথা বলবেন তিনি? কৃষকরা ইউরিয়া, রাস্তায়নির সার পাচ্ছেন কি না।'

[আরও পড়ুন:রাজ্যপালের চিঠির পরই কর্মসমিতির বৈঠকের দিকে তাকিয়ে যাদবপুর, বার্তা পার্থরও][আরও পড়ুন:রাজ্যপালের চিঠির পরই কর্মসমিতির বৈঠকের দিকে তাকিয়ে যাদবপুর, বার্তা পার্থরও]

তিনি এদিন বলেন, 'বীরভূমে দাঁত ফোটাতে পারেনি বিজেপি, পারবেও না, তাই ওদের গাত্রদাহ হচ্ছে। মুকুল রায় বলছেন, রাজ্যে রক্তগঙ্গা বইছে, গণতন্ত্র নেই। কোথায় রক্তগঙ্গা বইছে, কজন হাসপাতালে ভর্তি আছে আমাকে দেখাবেন। যারা ভর্তি আছে বিজেপিতে বিজেপিতে মারামারি করে মাথা ফাটাফাটি করেছে। ওসব বলে মানুষ খ্যাপানো যাবে না।'

English summary
Trinamool Congress Birbhum district president Anubrata Mandal threatened BJP. He says to cut wings of BJP leaders,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X