For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুর্শিদাবাদ, বর্ধমানের কেউ যেতে পারবেন না আত্মীয়ের বাড়ি! জেলাকে করোনা মুক্ত রাখতে নয় উপায় অনুব্রতর

মুর্শিদাবাদ, বর্ধমানের কেউ যেতে পারবেন না আত্মীয়ের বাড়ি! জেলাকে বাঁচতে উপায় জানালেন অনুব্রত

  • |
Google Oneindia Bengali News

মুর্শিদাবাদ, বর্ধমানে করোনা ভাইরাসে আক্রান্ত ধরা পড়েছে। তাই নিজের জেলা বীরভূমকে বাঁচাতে উপায় জানালেন অনুব্রত মণ্ডল। এব্যাপারে জেলার সবাইকে সজাগ থাকার পাশাপাশি জেলার সীমান্তে যেসব রাস্তা রয়েছে, তা সিল করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি জেলা জুড়ে ত্রাণ সরবরাহ করার কথাও জানিয়েছেন অনুব্রত মণ্ডল।

সিল করে দেওয়া হচ্ছে বীরভূমের বর্ডার

সিল করে দেওয়া হচ্ছে বীরভূমের বর্ডার

নানুর, লাভপুর, মুরারই, নলহাটি টু-এর বর্ডার সিল করে দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডলের অভিযোগ মুর্শিদাবাদের লোকজন জেলায় ঢোকার চেষ্টা করছে। অনুব্রত মণ্ডল বলেন এই পরিস্থিতিতে কোনও দল আলাদা নয়। সবাই পরিবার। সবাইকেই দেখতে হবে, বাইরের লোক যেন জেলায় ঢুকতে না পারেন। তিনি বলেন, মুর্শিদাবাদ, বর্ধমানের কেউ বীরভূমে আত্মীয়ের বাড়িতে যেতে পারবেন না। তবে কেউ যদি মেডিক্যাল সার্টিফিকেট কিংবা কোয়ারেন্টাইনে থেকে আসেন, তবে য়ে কেউ আসতে পারেন বলে জানিয়েছেন।

লকডাউন মান্য করার আহ্বান

লকডাউন মান্য করার আহ্বান

অনুব্রত লমণ্ডল সংবাদ মাধ্যমের কাছে আহ্বান জানান, যাতে তারা প্রচার করে মানুষকে মাধ্য করান লকডাউন মানতে। তাঁর অভিযোগ কিছু মানুষ আছেন, যাঁরা লকডাইন মানছেন না। এটা ঠিক নয়। তিনি বলেন এই পরিস্থিতিতে ছোট বড় সবাই এগিয়ে আসছেন। গ্রামের চাষীরা পর্যন্ত ফোন করে বলছেন ট্রাক পাঠাতে, যাতে বিনা পয়সায় সবজি তাঁরা দিতে পারেন।

অনুব্রত উদ্যোগে ত্রাণ সরবরাহ

অনুব্রত উদ্যোগে ত্রাণ সরবরাহ

অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ব্লক হিসেবে কোনও ব্লকে ১২০০ বস্তা, কোনও ব্লকে ১৫০০ বস্তা করে ত্রাণ দেওয়া হবে। এর মধ্যে থাকবে চাল ডাল। আর আদিবাসীদের নুন, চাল, তেল, ডাল দেওয়া হবে। বুথ অনুযায়ী পর্যাপ্ত ত্রাণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নিজের জেলা ছাড়াও নিজেক দায়িত্বে থাকা আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রামেও ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন। তিনি। সব মিলিয়ে ৩৫ হাজার বস্তা চাল দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

লকডাউনে পড়ানো শুরুর উদ্যোগ অনুব্রত-র

লকডাউনে পড়ানো শুরুর উদ্যোগ অনুব্রত-র

বোলপুর হাইস্কুলে পঠনপাঠন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল জানিয়েছেন, একেক দিন একেকটি বিষয় পড়ানো হবে। পরে দুটি করে বিষয় পড়ানো হবে। যা লোকাল টিভিতে দেখানো হবে। ফলে অনেকেই উপকৃত হবেন, মনে করছেন অনুব্রত মণ্ডল।

করোনার আতঙ্ক একদিকে, আর অন্যদিকে নেটে ঝড় তুললেন কানাডার প্রধানমন্ত্রী! ভিডিওতে 'ঘায়েল' তরুণীরাকরোনার আতঙ্ক একদিকে, আর অন্যদিকে নেটে ঝড় তুললেন কানাডার প্রধানমন্ত্রী! ভিডিওতে 'ঘায়েল' তরুণীরা

English summary
TMC's Anubrata Mondal says district roads will be sealed to protest Birbhum. He also said relief material will be distributed in the district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X