For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পায়ে পা মেলাবে তৃণমূল কংগ্রেস! বিজেপির পয়সায় অবরোধে ক্ষোভ অন্যদের ওপর, বললেন অনুব্রত

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যখন রাজ্যের একাংশে হিংসা চলছে সেই সময় এনআরসি নিয়ে চিন্তা না করার পরামর্শ দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যখন রাজ্যের একাংশে হিংসা চলছে সেই সময় এনআরসি নিয়ে চিন্তা না করার পরামর্শ দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এখানে কোনও বিলই লাগু হবে না। ফিরহাদ হাকিম কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অনুব্রত মণ্ডলের অভিযোগ, হিংসায় পয়সা ঢালছে বিজেপি।

বিজেপির পয়সা খেয়ে রেল অবরোধ

বিজেপির পয়সা খেয়ে রেল অবরোধ

অনুব্রত মণ্ডল অভিযোগ করেছেন, হিংসায় উসকাচ্ছে বিজেপি। বিজেপির পয়সা খেয়ে রেল অবরোধ করা হচ্ছে। রেল ও রাস্তা অবরোধ না করার আবেদন করেছেন অনুব্রত। অশান্তি না করার আহ্বান জানিয়েছেন তিনি। অনুব্রত মন্ডল বলেন, সাময়িক কিছু পয়সা পেলেন, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হচ্ছে।

পাশে আছেন মমতা

পাশে আছেন মমতা

অনুব্রত মণ্ডল বলেছেন, পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন, কোনও আইন এই রাজ্যে লাগু হতে দেবেন না।

পায়ে পা মেলাবে তৃণমূল

পায়ে পা মেলাবে তৃণমূল

বীরভূম তৃণমূল জেলা সভাপতি জানিয়েছেন, পায়ে পা মিলিয়ে সাধারণ মানুষের আন্দোলনে সামিল হবে তৃণমূল।

হিংসা করে বিজেপির হাতকে শক্ত করা হচ্ছে

হিংসা করে বিজেপির হাতকে শক্ত করা হচ্ছে

অনুব্রত মণ্ডল বলেছেন, যারা এই হিংসার আন্দোলন করছে, তারা বিজেপির হাতকেই শক্ত করছে। যাঁরা অবরোধে অসুবিধায় পড়ছেন, তাঁদের ক্ষোভ গিয়ে পড়ছে অন্যদের ওপর। সতর্ক করেছেন তিনি।

চুপ করে বসে থাকবে না বিজেপি! ২৩ ডিসেম্বর মহামিছিলের ডাক দিলীপ ঘোষেরচুপ করে বসে থাকবে না বিজেপি! ২৩ ডিসেম্বর মহামিছিলের ডাক দিলীপ ঘোষের

English summary
TMC's Anubrata Mondal alleged BJP is giving money to the agitator's of Citizenship Amendment Bill. He appeals for calm.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X