For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর বিধানসভায় তৃণমূল কতগুলি আসন পাবে, অনুব্রতর প্রার্থনা কালী মায়ের কাছে

রাজনৈতিক প্রচার হোক বা কালীপুজো, অনুব্রত আছেন অনুব্রততেই। তিনি মাতৃবন্দনাতে মেতে ২০২১-এ তৃণমূলের বিপুল জয়ের জন্য প্রার্থনা জানালেন।

Google Oneindia Bengali News

রাজনৈতিক প্রচার হোক বা কালীপুজো, অনুব্রত আছেন অনুব্রততেই। তিনি মাতৃবন্দনাতে মেতে ২০২১-এ তৃণমূলের বিপুল জয়ের জন্য প্রার্থনা জানালেন। মাকে ২০৬ ভরি গয়নায় সাজিয়ে অনুব্রত বলেন, এবারও তৃণমূল বিপুল জয় পাবে। মায়ের কাছে যে আসন সংখ্যার প্রার্থনা করেছি, তৃণমূল তা পাবেই। মাকে শুনতেই হবে আমার প্রার্থনা।

২০২১-এর জন্য বিরাট আবদার অনুব্রতর

২০২১-এর জন্য বিরাট আবদার অনুব্রতর

২০১৯-এর লোকসভা নির্বাচন বিজেপিকে বিপুল মাইলেজ দিয়েছে। রাজ্যে বিরোধী শক্তি হিসেবে উঠে আসাই শুধু নয়, শাসককে চ্যালেঞ্জ জানানোর জন্য একেবারে তৈরি বিজেপি। এমনকী তৃণমূলের গরিমায় বিজেপি দাঁত ফুটিয়েছে অনুব্রতর গড়েও। তবু কম্পিত নয় তাঁর হৃদয়। মমতার স্নেহের কেষ্ট ২০২১-এর জন্য বিরাট আবদার করে রাখলেন মা কালীর কাছে।

কেষ্টর প্রার্থনা ২০২১-এর জন্য

কেষ্টর প্রার্থনা ২০২১-এর জন্য

তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন, সামনেই পুরসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল যাতে বিপুল জয় পায়, তা জানালেন মায়ের কাছে। তাঁর প্রার্থনা ২০২১-এর জন্যও। মোট কথা মাতৃবন্দনায় তাঁর লক্ষ্য দিদির জয়। বীরভূমের বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজোর আয়োজন করে মায়ের কাছে মনের কথা জানালেন।

তৃণমূল যেন সব পুরসভায় জেতে

তৃণমূল যেন সব পুরসভায় জেতে

২০৬ ভরি সোনায় মাকে সাজিয়ে তোলার পর পুজোর মূল উদ্যোক্তা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, দিদির জন্য জয় চাই। প্রকাশ্যেই ঘোষণা করলেন, মায়ের কাছে প্রার্থনা জানাবেন, পুরসভা ভোট সামনেই। সেই ভোটে তৃণমূল যেন সব পুরসভায় জেতে।

২০২১-এ ২২০-২৩০ চাই, প্রার্থনা

২০২১-এ ২২০-২৩০ চাই, প্রার্থনা

আর তাঁর সবথেকে বড় প্রার্থনা ২০২১-এর জন্য। অনুব্রত চান, তৃণমূল অন্তত ২২০-২৩০ আসন পাক। তাহলেই বিজেপিকে যোগ্য জবাব দেওয়া যাবে। মায়ের কাছে এই প্রার্থনা করে পুষ্পাঞ্জলিও দেন তিনি। প্রতিবছর পুজোও দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে।

মাকে শুনতেই হবে আমার কথা

মাকে শুনতেই হবে আমার কথা

তিনি বলেন, মাকে শুনতেই হবে আমার কথা। আমি জানি, মা আমার প্রার্থনা শুনবেনই। না শুনলে মাকে ছাড়বই না। এই পুজোর আয়োজনে অনুব্রত বুঝিয়ে দিলেন, রাজনৈতিক প্রচার হোক বা পূজার্চনা- সবটাই নিজে মতো করে একেবারে নিজস্ব ঢঙে করেন অনুব্রত।

English summary
Anubrata Mandal prayers for 230 seats in 2021 Assembly Election. He says he will pray in Kali Puja for Mamata Banerjee’s winning in 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X