For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালো টাকা ইস্যুতে 'কালো ঝুড়ি' নিয়ে সংসদে বিক্ষোভ তৃণমূলের

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ মার্চ : কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনা এবং বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার দাবি। এই দুই ইস্যুতেই আজ, সোমবার সংসদ ভবনের সামনে বিক্ষোভে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

আরও পড়ুন : একশো দিনের কাজে বাংলা 'বঞ্চিত', সংসদের বাইরে হাঁড়ি নিয়ে বিক্ষোভ তৃণমূলের

তবে এদিনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের প্রতীক ছিল কালো ঝুড়ি। কালো টাকার দাবি যেহেতু তাই কালো রংয়ের ব্যবহার হয়েছে তা ধরে নেওয়া হলেও ঝুড়িকে কেন বিক্ষোভের প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে এদিন তা নিয়ে সংশয় তো রয়েইছে। তবে এই প্রথমবার নয় এর আগেও কালে কাপড়, কালো ছাতা নিয়ে কালোধন ফিরিয়ে আনার দাবিতে সংসদ ভবনের সামনে সরব হয়েছে তৃণমূল।

কালো টাকা ইস্যুতে 'কালো ঝুড়ি' নিয়ে সংসদে বিক্ষোভ তৃণমূলের

বিজেপির তরফে সিদ্ধার্থ নাথ সিং অবশ্য এই প্রতিবাদের কটাক্ষ করে বলেছেন, যে দল গরীব মানুষের থেকে টাকা তুলে নিজের পকেটে ভরে (সারদা কেলেঙ্কারি প্রসঙ্গে), তাদের অন্য কোনও বিষয়ে আওয়াজ তোলা সাজে না।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হল সকাল ১০ টা থেকে। কাকলি ঘোষদস্তিদাক কালো ঝুড়ি এনে তা সাংসদদের মধ্যে বিতরণ করার পর শুরু হয় বিক্ষোভ অভিযান। অধিবেশনে উপস্থিত হলেও এদিন তৃণমূলের বিক্ষোভে শামিল হননি সাংসদ মুকুল রায়। তবে দিনেশ ত্রিবেদী এদিন এই কর্মসূচীতে যোগ দিয়েছিলেন বলে খবর।

English summary
TMC's agitation with Black bucket outside of parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X