For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ৩১ বিধায়ক কোথায় গেলেন, অনুপস্থিতির কারণে কড়া ব্যবস্থা নেবে দল

তৃণমূলের ৩১ বিধায়ক কোথায় গেলেন, অনুপস্থিতির কারণে কড়া ব্যবস্থা নেবে দল

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি বিধানসভায় কেন্দ্রী তদন্তকারী সংস্থাগুলির অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব এনেঠে তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তাবের উপর ভোটাভুটিতে দেখা যায় শাসক পক্ষের ৩১ বিধায়ক গরহাজির। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভায় হাজির হয়ে ভোটাভুটিতে অংশগ্রহণের নির্দেশে দেওয়া সত্ত্বেও গরহাজিরা নিয়ে প্রশ্নু উঠে পড়েছে।

ভোটে ১৮৯, বাকি ৩১ জন কোথায় গেলেন!

ভোটে ১৮৯, বাকি ৩১ জন কোথায় গেলেন!

তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে জেতা মোট ২১৫ বিধায়ক রয়েছেন। আর পাঁচ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক রয়েছেন। অর্থাৎ সংখ্যাটা মোট ২২০। তার মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৮৯ জনের। তাহলে বাকি ৩১ জন কোথায় গেলেন- তা নিয়েই চর্চা শুরু হয়েছে। কেন তারা ফরমান জারি করার পরও এলেন না, তা জানতে চাইছে তৃণমূল। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণও করতে চলেছে তারা।

ওই সংখ্যাক বিধায়ক কি তৃণমূলে বেসুরো?

ওই সংখ্যাক বিধায়ক কি তৃণমূলে বেসুরো?

বিধানসভা অধিবেশন শুরুর সময়েই সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে বলে ফৎমান জারি করা হয়েছিল। কিন্তু তারপরে দেখা গিয়েছে, অনেক বিধায়কই উপস্থিত থাকেননি। ফলে বিধানসভায় পর পর দুটি ভোটাভুটিতে সেই অনুপস্থিতির ছবি প্রকট হয়ে যায়। একইসঙ্গে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়ে যায়। তবে কি ওই সংখ্যাক বিধায়ক তৃণমূলে বেসুরো? তাই তাঁরা দলের ফরমান অমান্য করে গরহাজির থাকলেন?

বিধানসভায় ভোটাভুটিতে সংখ্যা প্রতিফলিত হয়নি

বিধানসভায় ভোটাভুটিতে সংখ্যা প্রতিফলিত হয়নি

বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২০ আর একমাত্র বিরোধী দল বিজেপির বিধায়ক সংখ্যা ৭০। কিন্তু বিধানসভায় ভোটাভুটি হলে সেই সংখ্যা প্রতিফলিত হয়নি ভোটের ফলে। তাতে শাসক দলের অস্বস্তি বেড়েছে। বিজেপির পক্ষেও অনুপস্থিত ছিলেন অনেকে। কিন্তু শাসক পক্ষে সংখ্যাটা অনেক বেশি। তারপর শাসকপক্ষ ফরমান জারি করেছিল। তারপরও বিধায়করা উপস্থিত না হওয়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

ফরমান সত্ত্বেও বিধায়কের হাজিরা সংখ্যা কেন কম

ফরমান সত্ত্বেও বিধায়কের হাজিরা সংখ্যা কেন কম

কেন বিধায়করা বিধানসভায় আসছেন না, তার উত্তর পেতে চাইছে তৃণমূল কংগ্রেস। এমনকী এর আগে মুখ্যমন্ত্রীর দফতর থেকেও এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। গত বিধানসভা অধিবেশন দুটি বিল উত্থাপণ করা হয়েছিল। সেখানে একবার তৃণমূলের প্রস্তাবের পক্ষ ভোচ পড়ে ১৬৭ আর একবার ১১৯। এবার তা অনেকটা বেড়ে ১৮৯ হলেও এখনও ৩১ জন কম থাকছেন।

৬ জনকে অনুমতি, তাহলে বাকি ২৫ জন কোথায়

৬ জনকে অনুমতি, তাহলে বাকি ২৫ জন কোথায়

বিধানসভায় হাজিরা নিয়ে কড়া বার্তা দেওয়ার পরও বিধায়কদের গরহাজিরা চিন্তা বাড়িয়েছে শাসক দলের। বিধানসভায় সরকারপক্ষের মুখ্যসচেতক নির্মল ঘোষ জানিয়েছেন, কেউ কেউ ছুটি নিয়েছেন ঠিকই, কিন্তু কেউ যদি ব্যক্তিগত কাজে বিধানসভাকে অবহেলা করা, তা সঠিক কাজ হবে না। কারা কারা উপস্থিত ছিলেন না তা নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। জানা গিয়েছে অনুমতি নিয়ে অনুপস্থিতের সংখ্যা জনা ছয়েক। তাহলে বাকি ২৫ জন কোথায় গেলেন!

আর তিন মাস নয়, প্রতি মাসে বিদ্যুৎ পর্ষদের বিল! বড়সড় পরিবর্তনের ইঙ্গিত অরূপেরআর তিন মাস নয়, প্রতি মাসে বিদ্যুৎ পর্ষদের বিল! বড়সড় পরিবর্তনের ইঙ্গিত অরূপের

English summary
TMC’s 31 MLAs are absent in Assembly despite of decree issued for vote to support bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X