For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার বর্গি দমনে 'বাঘিনী' মমতা, নন্দীগ্রামের হইভোল্টেজ লড়াইয়ের আগে প্রকাশ্যে ফাইটার দিদি-৩

বাংলার বর্গি দমনে 'বাঘিনী' মমতা, নন্দীগ্রামের হইভোল্টেজ লড়াইয়ের আগে প্রকাশ্যে ফাইটার দিদি-৩

Google Oneindia Bengali News

নন্দীগ্রামের হাই ভোল্টেজ ভোটের আগেই প্রকাশ্যে ফাইটার দিদির তিন নম্বর ভিডিও। নন্দীগ্রাম জয়ে কোনও খামতি রাখতে নারাজ তৃণমূল কংগ্রেস। ফাইটার দিদির তিন নম্বর ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী রূপে দেখানো হয়েছে। বাংলা থেকে বর্গিদের তাড়াতে হাজির বাঘিনী মমতা। রয়াল বেঙ্গল টাইগারে সওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় বধ করছেন বর্গিদের। ইতিমধ্যে আগের দুটি ভিডিও-র মতো ভাইরাল হয়েছে মমতার এই ভিডিওটিও।

ফাইটার দিদি-৩ ভিডিও প্রকাশ্যে

নন্দীগ্রামের হাইভোল্টেজ ভোটের আগে ডিজিটাল প্রচারে তৎপর তৃণমূল কংগ্রেস শিবির। ফাইটার দিদি সিরিজের তিন নম্বর ভিডিও প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। তাতে একেবারে রয়াল বেঙ্গল টাইগ্রেস হিসেবে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীকে। বাঘে পীঠে আসীন মমতা বন্দ্যোপাধ্যায় বধ করছেন বর্গি রূপী বিজেপি নেতাদের। কারোর মুখ কৈলাশ বিজয়বর্গীয়ের আদলে করা হয়েছে আবার কারোর মুখ অন্য এক বিজেপি নেতার আদলে করা হয়েছে।
এক আগে পর আরও ২টি ফাইটার দিদি ভিডিও প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। তাতে বাংলার ত্রাতা হিসেবে এব দুর্গারূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয়েছিল।

ডিজিটাল প্রচারে চমক

ডিজিটাল প্রচারে চমক

অ্যানিমেশনে ভোটের প্রচারে একের পর একচমক নিয়ে হাজির হয়েছে তৃণমূল কংগ্রেস শিবির। ফাইটার দিদি সিরিজ। ভিডিও গেম। একের পর এক চমক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। বিজেপি সেই দিক থেকে প্রচারে অনেকটাই পিছিয়ে পড়েছে। সবটাই ভোটকৌশলী পিকের পরিকল্পনা মতোই চলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে বাংলায় ভোটের প্রচারে ডিজিটাল প্রচারে এমন ঝড় ওঠেনি।

টার্গেট নন্দীগ্রাম

টার্গেট নন্দীগ্রাম

একুশের ভোটে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। একদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ১ এপ্রিল ভোট। তার আগে আজই ছিল শেষবেলার প্রচার। দুই দলই ঝাঁপিয়ে পড়ে প্রচার চালিয়েছে।নন্দীগ্রামের অলিতে-গলিতে ঘুরে জনসংযোগ থেকে পাড়ায় পাড়ায় সভা। জনতার কাছে পৌঁছতে কসুর করেননি মমতা। অন্যদিকে আবার মিঠুন থেকে অমিত শাহ একের পর এক হেভিওয়েটদের এনে প্রচার চালিয়েছেন শুভেন্দু অধিকারী।

উঠে দাঁড়ালেন মমতা

উঠে দাঁড়ালেন মমতা

নন্দীগ্রামে শেষ বেলার প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিযোগ করেছেন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে পরিকল্পনা করে হামলা চালানো হয়েছিল তাঁর উপর। এদিকে আবার শেষ প্রচারে জাতীয় সঙ্গীত গায়ার সময় সম্মান জানাতে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। যদি পাশে ২জনের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

বিজেপির প্রলয়কে কেন ফোন করেছিলেন, নন্দীগ্রামে প্রচারের শেষদিনে স্পষ্ট করলেন মমতাবিজেপির প্রলয়কে কেন ফোন করেছিলেন, নন্দীগ্রামে প্রচারের শেষদিনে স্পষ্ট করলেন মমতা

English summary
TMC released fighter didi three vedio befor Nandigram poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X