For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির দেখানো পথেই বিজেপি নিধনের পরিকল্পনা তৃণমূলের, জেলা জেলায় শুরু উদ্যোগ

বিজেপিকে পাল্টা দিতে বিজেপির দেখানো পথই এবার অনুসরণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপির মতোই সোশাল মিডিয়াকে প্রচারের মূল মাধ্যম করে তুলতে।

Google Oneindia Bengali News

বিজেপিকে পাল্টা দিতে বিজেপির দেখানো পথই এবার অনুসরণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপির মতোই সোশাল মিডিয়াকে প্রচারের মূল মাধ্যম করে তুলতে। বিগত নির্বাচনগুলিতে এই পথে হেঁটে সাফল্য পেয়েছে বিজেপি। তা থেকে শিক্ষা নিয়ে তৃণমূল চাইছে সোশাল মিডিয়াকে হাতিয়ার করতে। নির্বাচনী প্রচার থেকে শুরু করে সরকারের নানা উন্নয়নমূলক পরিকল্পনাকে হাতের মুঠোয় পৌঁছে দেওয়াই তৃণমূলের লক্ষ্য।

বিজেপির দেখানো পথেই বিজেপি নিধনের পরিকল্পনা তৃণমূলের, জেলা জেলায় শুরু উদ্যোগ

আর সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেসে এবার সোশাল মিডিয়া সেল তৈরি হয়েছে। তৃণমূলের সোশাল মিডিয়া সেল ইতিমধ্যে পথ চলা শুরু করে দিয়েছে। অনেক জেলাতেই কাজ শুরু হয়েছে। নেট দুনিয়াকে কাজে লাগিয়ে প্রচারে ঝড় তুলে মানুষের মনের মণিকোঠায় পৌঁছনই তাঁদের লক্ষ্য। আধুনিক জগতের সঙ্গে পাল্লা দিতেই তৃণমূল কংগ্রেস বিশেষ গুরুত্ব দিতে চাইছে সামাজিক মাধ্যমকে।

[আরও পড়ুন:জঙ্গলমহলে মুখ খুবড়ে পড়ল তৃণমূল! সম্প্রতি পঞ্চায়েতে কার অভাব অনুভব করছেন মমতা ][আরও পড়ুন:জঙ্গলমহলে মুখ খুবড়ে পড়ল তৃণমূল! সম্প্রতি পঞ্চায়েতে কার অভাব অনুভব করছেন মমতা ]

দলের শীর্ষ নেতৃত্বের তরফে সর্বস্তরের নেতা-কর্মীদের সোশাল মিডিয়ায় সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে। বার্তা দেওয়া হয়েছে সরকারের সমস্ত পরিষেবা, সামাজিক কর্মসূচি সোশাল মিডিয়ায় প্রচার করার। ২০১৯-এর নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করতে তৃণমূল কংগ্রেস এই নয়া পরিকল্পনা নিয়ে হাঁটতে চাইছে। আর সেই লক্ষ্যে তৃণমূল স্তর পর্যন্ত সোশাল মিডিয়াকে ছড়িয়ে দেওয়াই তাদের প্রাথমিক লক্ষ্য।

রবিবার বর্ধমানের টাউন স্কুলে তৃণমূলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দুই বর্ধমানের দন্য বিশেষ মিডিয়া সেল তৈরি হয়। এই অনুষ্ঠানেরই তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটে জেলায় এই সেল খোলা হবে। তৈরি করা হবে গ্রুপ। এছাড়া ২৪টি হোয়াটস অ্যাপ গ্রুপ খোলা হবে গোটা রাজ্যে।

মূলত তরুণ প্রজন্মকে টানতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন কর্মসূচি নিয়েছে, তা সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারাকে ছড়িয়ে দিয়ে মানুষের মন জয় করাই এই পরিকল্পনার লক্ষ্য। বিজেপি সোশাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচার চালাচ্ছে, সাফল্যও পাচ্ছে। এবার বিজেপির সেই একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাতে চাইছে তৃণমূল।

[আরও পড়ুন: ত্রিপুরায় ধৃত ২৪ আইএসআই চরের কলকাতা-যোগ! গোপন মডিউলের তদন্তে গোয়েন্দারা ][আরও পড়ুন: ত্রিপুরায় ধৃত ২৪ আইএসআই চরের কলকাতা-যোগ! গোপন মডিউলের তদন্তে গোয়েন্দারা ]

English summary
TMC plans the social media handling like BJP. Trinamool Congress targets to reach everyone of State
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X