For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতি বরদাস্ত নয়, নেত্রীর হুঁশিয়ারিতে কী চরম পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস

শিয়রে বিধানসভা ভোট। কাটামানি থেকে দুর্নীতি কোনও কিছুর সঙ্গে আপোস করতে চান না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

শিয়রে বিধানসভা ভোট। কাটামানি থেকে দুর্নীতি কোনও কিছুর সঙ্গে আপোস করতে চান না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা-কর্মীদের সেই মত কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কাটমানি নিয়ে রাজ্যে য়খন তোলপাড় অবস্থা ঠিক তখনই দুর্নীতি রুখতে চরম পদক্ষেপ করলে দল। দুর্নীতির অভিযোগে দল থেকে সাসপেন্ড করা হল বিন্দোল গ্রাম পঞ্চায়েেতর প্রধানকে। শনিবার আনুষ্ঠানিকভাবে দলের এই সিদ্ধান্তের কথা জানান উত্তর দিনাজপুর তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আরওয়াল।

দুর্নীতি বরদাস্ত নয়, নেত্রীর হুঁশিয়ারিতে কী চরম পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস

সূত্রের খবর গত ৩ জুলাই বিন্দোল গ্রাম পঞ্চায়েতের ১০ জন সদস্য প্রধান লায়লা খাতুেনর বিরুদ্ধে পঞ্চােয়তের টাকা তছরুপের অভিযোগ করেছিলেন। তার প্রেক্ষিতেই পঞ্চােয়ত সদস্যদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। তারপরেই লায়লা খাতুনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রাথমিকভাবে তাঁকে বরখাস্ত করা হলেও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁকে পুণরায় পদে বহাল করা হবে বলে জানিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল। আর যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। এই টালমাটাল পরিস্থিতির কারণে গত তিন মাস ধরে বন্ধ রয়েছে বিন্দোল গ্রাম পঞ্চায়েতের সবরকম কাজকর্ম। এতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

English summary
TMC Panchyet Pradhan Suspended
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X