For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গে ফের অশোক ভট্টাচার্যের 'শিলিগুড়ি মডেল'-এর কামাল! বেজায় 'চাপে' তৃণমূল

সিপিএম-এ যোগ দিলেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস সদস্য সুমিত্রা কারোয়া। তবে এই যোগদান পর্ব হয়েছে চুপিসারেই। এনিয়ে একটি ছবিও প্রকাশিত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সিপিএম-এ যোগ দিলেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস সদস্য সুমিত্রা কারোয়া। তবে এই যোগদান পর্ব হয়েছে চুপিসারেই। এনিয়ে একটি ছবিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সিপিএম-এর দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার সুমিত্রা কারোয়ার হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন।

উত্তরবঙ্গে ফের অশোক ভট্টাচার্যের শিলিগুড়ি মডেল-এর কামাল! বেজায় চাপে তৃণমূল

রাজ্যে বিরোধী দল বিশেষ করে সিপিএম, কংগ্রেস থেকে নির্বাচনে জয়ী পদাধিকারীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। এটাই রাজ্যে গত কয়েক বছরের রাজনৈতিক ছবি। তবে এবার সেই ছবিরই উল্টো ছবি দেখা গেল শিলিগুড়িতে। সেখানে সিপিএম-এর দার্জিলিং-এর জেলা সম্পাদক জীবেশ সরকার তৃণমূলের জয়ী সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন।

যদিও তৃণমূলের তরফে এরই মধ্যে অভিযোগ তোলা হয়েছে, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্য সুমিত্রা কারোয়াকে অপহরণ করেছে সিপিএম। নকশাবাড়ি থানায় তৃণমূলের তরফে করা অভিযোগের ভিত্তিতে দুই সিপিএম কর্মীকে গ্রেফতারও করে পুলিশ। শনিবার সিপিএম-এর তরফে সুমিত্রার একটি হলফনামা তুলে ধরে দাবি করা হয়, সুমিত্রাকে অপহরণ করা হয়নি। নিজের বিয়ের জন্য আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। বক্তব্যের সমর্থনে সুমিত্রার বিয়ের ছবিও প্রকাশ্যে আনা হয়।

বিষয়টি নিয়ে সিপিএম-এর বক্তব্য তুলে ধরেছেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তিনি বলেছেন, দিন কয়েক আগে সিপিএম-এ যোগ দিয়েছেন সুমিত্রা কারোয়া। তিনি বলেন, একটা সময়ে সিপিএম থেকে চারজন সদস্যকে ভাঙিয়ে নিয়ে গিয়েছিল তৃণমূল। সুমিত্রা ফিরেছেন। আরও তিনজন তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করেছেন অশোক ভট্টাচার্য।

তৃণমূলের তরফে অবশ্য বিষয়টি নিয়ে অপহরণের তত্ত্বেই এখনও অনড়। তারা বলছে, ওই পঞ্চায়েত সদস্য প্রকাশ্যে আসলেই বিষয়টি তারা বুঝে নেবেন।

English summary
TMC panchayat member from Nakshalbari joins CPM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X