For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ৩ শতাংশের ব্যবধান তৃণমূল আর বিজেপির, সমীক্ষার মার্জিন অফ এররে সংশয়ে জয়

মাত্র ৩ শতাংশের ব্যবধান তৃণমূল আর বিজেপির, সমীক্ষার মার্জিন অফ এররে সংশয়ে জয়

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যেকার ব্যবধান মাত্র তিন শতাংশের। বিজেপির থেকে তিন শতাংশ ভোট বেশি পেয়ে বাংলায় সমান্য আসন সংখ্যার ব্যবধান সরকার গড়বে বিজেপি। এমনই আভাস মিলেছে সি-ভোটেরের বুথ ফেরত সমীক্ষায়। সেই সমীক্ষায় জানানো হয়েছে, মার্জিন অফ এররও তিন শতাংশ। অর্থাৎ তিন শতাংশ এধার ওধার হলে ভোটের ফলও ঘুরে যাবে।

বুথ ফেরত সমীক্ষার তার তুলনায় উন্নতি বিজেপির

বুথ ফেরত সমীক্ষার তার তুলনায় উন্নতি বিজেপির

ভোটের আগে জনমত সমীক্ষায় যা দেখানো হয়েছিল, বুথ ফেরত সমীক্ষার তার তুলনায় উন্নত ফলাফল করতে চলেছে বিজেপি। কেননা বিজেপির ভোট শতাংশ খানিকটা হলেও বাড়ছে। তেমনই তৃণমূলের ভোট শতাংশ কমছে বুথ ফেরত সমীক্ষায়। সেই নিরিখে জনমত সমীক্ষার থেকেও বুথ ফেরত সমীক্ষা একটু হলেও অগ্রগতি হয়েছে বিজেপির।

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় কার কত শতাংশ ভোট

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় কার কত শতাংশ ভোট

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় বলায় হয়েছে তৃণমূল পেতে পারে ৪২.১ শতাংশ ভোট। সেখানে বিজেপি পাবে ৩৯.২ শতাংশ ভোট। আর সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম-কংগ্রেস-আইএসএফ পাবে ১৫.৪ শতাংশ ভোট। অন্যান্যরা পাবে ৪.৩ শতাংশ ভোট। এই পরিসংখ্যানেই স্পষ্ট তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের ব্যবধান প্রায় ২.৯ শতাংশ।

জনমত সমীক্ষায় দেখানো হয়েছিল দুই দলের ভোট শতাংশ

জনমত সমীক্ষায় দেখানো হয়েছিল দুই দলের ভোট শতাংশ

জনমত সমীক্ষায় দেখানো হয়েছিল, তৃণমূল কংগ্রেস ৪৩ শতাংশ ভোট পেতে পারে। আর বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট। সি ভোটটারের সমীক্ষাই এই আভাস দিয়েছিল। এখন তাদের বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূলের এক শতাংশ ভোট কমবে, ১ শতাংশ ভোট বাড়বে বিজেপির। তাহলে ৫ শতাংশ ব্যবধান কমে দাঁড়াল তিনে।

মুকুলের কপালে কি জয়টিকা উঠবে এবার, একুশের যুদ্ধে কী পূর্বাভাস দিল সি-ভোটারমুকুলের কপালে কি জয়টিকা উঠবে এবার, একুশের যুদ্ধে কী পূর্বাভাস দিল সি-ভোটার

তিন শতাংশের ‘মার্জিন অফ এরর’-এ দুই দলের ব্যবধান

তিন শতাংশের ‘মার্জিন অফ এরর’-এ দুই দলের ব্যবধান

এখন প্রশ্ন সমীক্ষক সংস্থা জানাচ্ছে তাদের সমীক্ষায় 'মার্জিন অফ এরর' প্লাস-মাইনাস তিন শতাংশ। এই তিন শতাংশের 'মার্জিন অফ এরর'-এ দুই দলের ব্যবধান কমে না বাড়ে, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। আগামী ২ মে অর্থাৎ রবিবারই সমস্ত জল্পনা-কল্পনার অবসান হবে। ভোটের ফল প্রকাশে জানা যাবে কে কত আসন নিয়ে এবং ভোট পেয়ে ক্ষমতায় অলিন্দে প্রবেশ করছে।

English summary
TMC or BJP will be decided in difference of three percent votes in West Bengal Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X