For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার 'উন্নয়নের গতি'তে দলবদল! কংগ্রেসের পঞ্চায়েত গেল তৃণমূল কংগ্রেসের হাতে

আরও এক পঞ্চায়েতের ক্ষমতা হারাল কংগ্রেস। যার দখল গেল তৃণমূলের হাতে। লোকসভা নির্বাচনে মালদহে তৃণমূল দাঁত ফোটাতে না পারলেও, মঙ্গলবাড়ি পঞ্চায়েত দখল নিয়ে তাই জল্পনা শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আরও এক পঞ্চায়েতের ক্ষমতা হারাল কংগ্রেস। যার দখল গেল তৃণমূল কংগ্রেসের হাতে। লোকসভা নির্বাচনে মালদহে তৃণমূল দাঁত ফোটাতে না পারলেও, মঙ্গলবাড়ি পঞ্চায়েত দখল নিয়ে তাই জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিতেই বিরোধীরা তৃণমূলে যোগ দিয়েছেন।

 কংগ্রেস, বিজেপি, সিপিএম থেকে শাসক শিবিরে যোগদান

কংগ্রেস, বিজেপি, সিপিএম থেকে শাসক শিবিরে যোগদান

পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপির সমর্থন নিয়ে পঞ্চায়েত গঠন করলেন সম্প্রতি কংগ্রেস, বিজেপি, সিপিএম থেকে শাসক শিবিরে যোগদান করেন পঞ্চায়েত সদস্যরা। ফলে মঙ্গলবাড়ি পঞ্চায়েতের সমীকরণটাই বদলে যায়।
সম্প্রতি পঞ্চায়েত প্রধান-সহ কংগ্রেসের তিন সদস্য, বিজেপির একজন এবং সিপিএম-এর একমাত্র সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১০। অন্যদিকে বিজেপির একমাত্র সদস্য রয়েছেন।

 ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের ফল

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের ফল

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ১১ আসনের মঙ্গলবাড়ি পঞ্চায়েতে কংগ্রেস, তৃণমূল ও বিজেপি তিনটি করে আসনে জয়লাভ করেছিল। সিপিএম এবং নির্দল পেয়েছিল একটি করে আসন।

বিজেপি ও নির্দলের সমর্থনে বোর্ড কংগ্রেসের

বিজেপি ও নির্দলের সমর্থনে বোর্ড কংগ্রেসের

ভোটের পর বিজেপি ও নির্দলের সমর্থনে বোর্ড গঠন করে কংগ্রেস। যদিও কিছুদিনের মধ্যেই এক বিজেপি ও নির্দল সদস্য তৃণমূলে যোগ দেন। তখনও পঞ্চায়েত ছিল কংগ্রেসেরই দখলে।

মমতার উন্নয়ন মন্ত্রে তৃণমূলে যোগ

মমতার উন্নয়ন মন্ত্রে তৃণমূলে যোগ

জেলা তৃণমূলের কার্ষকরী সভাতি দুলাল সরকার জানিয়েছেন, মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিকে দেখে, তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি নিজের দলের সাহায্য না পাওয়ায় পঞ্চায়েতেও কাজ বন্ধ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

তৃণমূলের দাবি খারিজ কংগ্রেস ও বিজেপির

তৃণমূলের দাবি খারিজ কংগ্রেস ও বিজেপির

যদিও তৃণমূলের দাবি মানতে নারাজ কংগ্রেস ও বিজেপি। তাদের দাবি ভয় দেখিয়ে এই দলবদল করিয়েছে তৃণমূল। তৃণমূল আশ্রিত গুণ্ডা ও পুলিশ মামলার ভয় দেখিয়েছে, অভিযোগ জেলা বিজেপি নেতৃত্বের। এপ্রসঙ্গে তৃণমূলের নীতি আদর্শ নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদেরও অভিযোগ সব কিছু ব্যর্থ হওয়ার পর পুলিশ প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে।

ইমরানকে কি 'হ্যাপি নিউ ইয়ার' বললেন মোদী! ঢাকা-দিল্লি 'ফোন কল' হলেও ইসলামাবাদের কপালে কী জুটলইমরানকে কি 'হ্যাপি নিউ ইয়ার' বললেন মোদী! ঢাকা-দিল্লি 'ফোন কল' হলেও ইসলামাবাদের কপালে কী জুটল

English summary
TMC occupies Malda Mangalbari panchayat form Congress, Congress formed the board with the support of BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X