For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর ‘পুনরাবৃত্তি’ চায় না দল, একুশের আগে রাজীবকে নিয়ে অবস্থান স্পষ্ট করল তৃণমূল

শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর পর বৈঠক করেও কোনও ফায়দা হয়নি। প্রায় হাতছাড়া হতে বসেছেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দেখানো পথেই হাঁটতে শুরু করেছেন রাজীবও।

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বৈঠক করেও কোনও ফায়দা হয়নি। প্রায় হাতছাড়া হতে বসেছেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দেখানো পথেই হাঁটতে শুরু করেছেন রাজীবও। তৃণমূল তাই তড়িঘড়ি একটা ব্যবস্থা নিতে চাইছে। রাজীবকে নিয়ে আলোচনায় বসতে চলেছে তৃণমূল।

শুভেন্দুর পর রাজীব বেসুরো! তৃণমূল ফাঁপরে

শুভেন্দুর পর রাজীব বেসুরো! তৃণমূল ফাঁপরে

শুভেন্দুর পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় আরও এক নেতা বেসুরো বাজতে চলেছেন। ২০২১-এর আগে একের পর এক নেতা বেঁকে বসায় তৃণমূল ফাঁপরে পড়তে শুরু করেছে। তাই এবার বিলম্ব না করে রাজীবকে নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে চাইছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি রাজীব অরাজনৈতিক মঞ্চে ঘুরিয়ে সমালোচনা করেছেন দলের।

রাজীবকে নিয়ে জল্পনার অবসান ঘটাতে চাইছে তৃণমূল

রাজীবকে নিয়ে জল্পনার অবসান ঘটাতে চাইছে তৃণমূল

রাজীবের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দলবিরোধী সরাসরি কোনও কথা না বললেও, রাজীবের মন্তব্য নিয়ে জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। এই জল্পনার অবসান ঘটাতে চাইছে তৃণমূল। শুক্রবার ব্রাহ্মণদের মঞ্চ থেকে রাজীব উল্লেখ করেছেন, তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না।

রাজীবের 'মনের কথা' শুনেই আসরে তৃণমূল

রাজীবের 'মনের কথা' শুনেই আসরে তৃণমূল

এছাড়া তাঁর আগের স্তাবকতার-মন্তব্য নিয়ে তিনি বলেছেন, যা বলেছেন ঠিকই বলেছেন এবং ভেবেচিন্তেই বলেছেন। সেইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, আমি এখনও একটা রাজনৈতিক দলের কর্মী। মন্ত্রিসভার সদস্যও। অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি মনের কথা বলেছেন বলেও জানান তিনি।

রাজীবের সঙ্গে আলোচনা, বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল

রাজীবের সঙ্গে আলোচনা, বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল

দল রাজীবের এহেন মন্তব্য-সকলকে বিশেষ গুরুত্ব দিয়েই বিবেচনা করছে। দল আগামী সপ্তাহের মধ্যেই রাজীবের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। দল মনে করে, রাজীব বন্দ্যোপাধ্যায়ও সংগঠক ও মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ। কোনও না কোনওভাবে দলের প্রতি তাঁর অভিমান তৈরি হয়েছে।

শুভেন্দুর মতো রাজীবকে নিয়ে কালবিলম্ব নয়

শুভেন্দুর মতো রাজীবকে নিয়ে কালবিলম্ব নয়

তৃণমূল চাইছে আলোচনায় বসে রাজীবের অভিমান ভেঙে দিতে। শুভেন্দুকেও তৃণমূল গুরুত্বপূর্ণ সংগঠক-নেতা-মন্ত্রী বলে মনে করেই আলোচনা চালিয়ে গিয়েছিল। আলোচনা সদর্থক হয়েছিল বলে দাবি তৃণমূলের। কিন্তু শুভেন্দু সিদ্ধান্তে অটল থেকেছে। তাঁকে ফিরিয়ে আনা যায়নি দলের লাইনে। রাজীবকে নিয়ে তাই কালবিলম্ব নয়।

যাঁরা দলে আছেন, তাঁদের দলে রাখার সবরকম চেষ্টা

যাঁরা দলে আছেন, তাঁদের দলে রাখার সবরকম চেষ্টা

সৌগত রায় বলেন, যাঁরা আমাদের দলে আছেন, তাঁদের আমরা দলে রাখার সবরকম চেষ্টা করব। ভোটের আগে কিছু লোক কিছু কিছু কথা বলেন। আমাদের দল, আমাদের নেত্রী ময়দানে নেমে পড়েছে। এখন আর কিছু ভাবার অবকাশ নেই। রাজীব এদিন জানিয়েছেন, রাজনীতি করি বলেই মানুষকে সাহায্য করতে পারি। ব্যক্তিগতভাবে এতটা করা যায় না।

English summary
TMC now decides the stand with Rajib Banerjee after failure about Subhendu Adhikari.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X