For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে নকল করেই চলেছে তৃণমূল! পাখির চোখ ২০২১ বিধানসভায় এবার কী পদক্ষেপ

আগেও পুরোহিত সম্মেলনের আয়োজন হয়েছে, অনুব্রত-গড়ে বিতর্কও হয়েছে তা নিয়ে। এবার তৃণমূলের ডাকে পুরোহিত সম্মেলন হচ্ছে খাস কলকাতার বুকে।

Google Oneindia Bengali News

আগেও পুরোহিত সম্মেলনের আয়োজন হয়েছে, অনুব্রত-গড়ে বিতর্কও হয়েছে তা নিয়ে। এবার তৃণমূলের ডাকে পুরোহিত সম্মেলন হচ্ছে খাস কলকাতার বুকে। সারা রাজ্যের পুরোহিতরা উপস্থিত হচ্ছেন এই সম্মেলনে। যা নিয়ে বিরোধী শিবির এখন থেকেই কটাক্ষ শুরু করে দিয়েছে। কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

বিজেপির ঢঙে পুরোহিত সম্মেলনের আয়োজন করছে তৃণমূল

রাজ্যে বিজেপি বাড়ছে। ধর্মীয় জিগির তুলেই যে তারা রাজ্যে ঘাঁটি গাড়ছেন, তা সত্য। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে, বিজেপিকে আটকাতে তৃণমূলও কম যাচ্ছে না। তারাও ধর্মীয় তাস খেলে যাচ্ছেন সমানে। তারই নামান্তর এই পুরোহিত সম্মেলন। পূর্বে বীরভূমে পুরোহিত সম্মেলন করেছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার এই সম্মেলনের আয়োজন কলকাতায়।

কলকাতার রানি রাসমণি রোডে পুরোহিত সম্মেলনের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের মত, আসন্ন বিধানসভায় হিন্দু ভোট ব্যাঙ্ক অক্ষত রাখতেই এই কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই সম্মেলনের প্রধান অতিথি হয়েছেন বিধায়ক-মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরোহিতদের নিয়ে রাজ্যের ভাবনার কথা এই মঞ্চ থেকে বলতে পারেন মন্ত্রী-মহোদয়রা।

এই পুরোহিত সম্মেলন নিয়ে যেমন বিরোধীরা নানা কটাক্ষ করছেন, তেমনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এসব ভোটবাক্সের রাজনীতি। তৃণমূল যে বিজেপিকে নকল করে এগোচ্ছে তা পরতে পরতে প্রমাণিত হচ্ছে। কিন্তু বিজেপির দেখানো পথে হেঁটে সেভাবে কোনও লাভ করতে পারবে না তৃণমূল কংগ্রেস।

English summary
TMC now arranged priest conference in Kolkata on target of 2021 assembly Election of West Bengsl.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X