For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জহর সরকারকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল! মোদী সরকারকে স্বৈরাচারী বলে কটাক্ষ প্রসার ভারতীর প্রাক্তন সিইও-র

প্রসার ভারতীর ( prasar bharati) প্রাক্তন সিইও (ceo) জহর সরকারকে (jawahar sarkar) রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল (trinamool congress)। এদিন তৃণমূলের তরফে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ৪২ বছরের

  • |
Google Oneindia Bengali News

প্রসার ভারতীর ( prasar bharati) প্রাক্তন সিইও (ceo) জহর সরকারকে (jawahar sarkar) রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল (trinamool congress)। এদিন তৃণমূলের তরফে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ৪২ বছরের বেশি সময় ধরে জহর সরকার জনসেবায় যুক্ত ছিলেন। ওঁর অভিজ্ঞতা দেশের সেবার আরও বেশি কাজ করবে বলে তৃণমূলের টুইটে আশাপ্রকাশ করা হয়েছে।

জহর সরকারকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল, সরকারের এক্সরে প্লেট তুলে ধরবেন, জানালেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও

১৯৭৫-এর আইএএস ব্যাচ জহর সরকার দাপটের সঙ্গে কাজ করেছেন এই রাজ্যে বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলার জেলাশাসচক ছিলেন তিনি। বামশাসনে তিনি বিভিন্ন দফতরে সচিবের দায়িত্বও পালন করেছেন। পরবর্তী সময়ে সংস্কৃতি মন্ত্রকের সচিবের দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় ইউপিএ সরকারের সময়ে তাঁকে প্রসার ভারতীর সিইও করা হয়। সেই দায়িত্ব তিনি ২০১৬ পর্যন্ত পালন করেছেন।

এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়ায় জহর সরকার বলেছেন, কেন্দ্রে স্বৈরাচারী সরকার চলছে। বিভিন্ন সরকারে কাজ করার অভিজ্ঞতায় বর্তমান সরকারের এক্সরে প্লেট তিনি রাজ্যসভায় তুলে ধরবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন. কোনও রাজনৈতিক দলের প্রতি তিনি অনুরক্ত না হলেও, তৃণমূল তাঁকে রাজ্যসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। তৃণমূলের তোলা আওয়াজের পাশে বিভিন্ন দল দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। মানুষ পাশে থাকাতেই রাজ্যে তৃণমূল ৪৮ শতাংশ ভোট পেয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

জহর সরকারকে রাজ্যসভায় পাঠানোর তৃণমূলের সিদ্ধান্ত সম্পর্কে রাজ্যনীতিবিদদের একাংশ বলছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে পাশে দাঁড়ানোতেই তৃণমূল সুপ্রিমো এই সিদ্ধান্ত নিয়েছেন।

মমতার আদর্শ ও উন্নয়নে উদ্বুদ্ধ একের পর এক বিজেপি সদস্য, গনির গড়ে পঞ্চায়েতের দখল নিল তৃণমূলমমতার আদর্শ ও উন্নয়নে উদ্বুদ্ধ একের পর এক বিজেপি সদস্য, গনির গড়ে পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

English summary
TMC nominates ex CEO of Prasar Bharati and ex IAS Jawhar Sarkar to Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X