For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনসংযোগ বাড়াতে সাংসদদের নির্দেশ! কালীঘাটের বৈঠকে মমতা কী উপদেশ দিলেন

এবার থেকে জনসংযোগে নামতে হবে দলের সাংসদদেরও। সোমবার কালীঘাটের বাড়িতে হওয়া বৈঠকে এমনটাই নির্দেশ তৃণমূল সুপ্রিমোর।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে জনসংযোগে নামতে হবে দলের সাংসদদেরও। সোমবার কালীঘাটের বাড়িতে হওয়া বৈঠকে এমনটাই নির্দেশ তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। সূত্রের খবর অনুযায়ী নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সামনেই হওয়া বৈঠকে দিদিকে বলো কর্মসূচির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংসদদের জনসংযোগ বাড়াতে নির্দেশ

সাংসদদের জনসংযোগ বাড়াতে নির্দেশ

দিদিকে বলো কর্মসূচিতে জনসংযোগে এতদিন পর্যন্ত বিধায়ক পর্যন্ত নির্দিষ্ট ছিল। এবার থেকে তাতে নামতে হবে সাংসদদেরও। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জনসংযোগের ব্যাপ্তি বাড়াতে মাসে অন্তত ৫ দিন সময় বের করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

 জেলাগুলির সঙ্গে সমন্বয় সাধনে সুদীপ

জেলাগুলির সঙ্গে সমন্বয় সাধনে সুদীপ

এই জনসংযোগ বাড়ানোর অভিযানে জেলাগুলির সঙ্গে সমন্বয় সাধনের দায়িত্বে থাকছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কোথায়, কখন, কাকে যেতে হবে, তা প্রয়োজন মতো নির্দেশ দেওয়া হবে বলে সূত্রের খবর।

সাংসদদেরও দিতে হবে এসসি-এসটি কর্মীদের নাম

সাংসদদেরও দিতে হবে এসসি-এসটি কর্মীদের নাম

দলে তফশিলি সম্প্রদায়ের গুরুত্ব বাড়াতে এর আগে বিধায়কদের থেকে এসসি-এসটি সম্প্রদায়ের কর্মীদের মধ্যে থেকে ১০ টি করে নাম চাওয়ার হয়েছিল। এবার তা প্রসারিত করা হয়েছে সাংসদের মধ্যেও। সাংসদদের দিতে হবে ১৫ জন করে এসসিএসটি সম্প্রদায়ের কর্মীদের নাম।

English summary
TMC MPs will go for Public relations, orders supremo Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X