For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্থর জন্যই দল বিড়ম্বনায়, SSC কাণ্ডে সুবীরেশের গ্রেফতার নিয়ে বিস্ফোরক সৌগত রায়

পার্থর জন্যই দল বিড়ম্বনায়, SSC কাণ্ডে সুবীরেশের গ্রেফতার নিয়ে বিস্ফোরক সৌগত রায়

Google Oneindia Bengali News

এসএসসি কাণ্ড িনয়ে ফের বিস্ফোরক টিএমসি সাংসদ সৌগত রায়। প্রকাশ্যেই তিিন পার্থ চট্টোপাধ্যায়কে িনশানা করেছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিরেশ ভট্টাচার্যের গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন তিনি। একজন উপাচার্য গ্রেফতার হচ্ছেন এর থেকে লজ্জার আর কি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। সুবীরেশের নিয়োগেরও তীব্র নিন্দা করে পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেছেন সৌগত রায়।

পার্থকে নিশানা সৌগতর

পার্থকে নিশানা সৌগতর

SSC কাণ্ড নিয়ে ফের বিস্ফোরক দমদমের সাংসদ সৌগত চট্টোপাধ্যায়। তিনি পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র নিশানা করে বলেছেন পার্থর জন্যই দল এত বিড়ম্বনায়। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক দুর্নীতির খোলস খুলছে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধারের পরেও সৌগত রায় বিতর্কিত মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। তাঁর জন্য যে দলের ফেস লস হচ্ছে সেকথা তিনি প্রকাশ্যেই বলেছিলেন।

সুবীরেশের গ্রেফতারিতে লজ্জিত

সুবীরেশের গ্রেফতারিতে লজ্জিত

SSC দুর্নীতি কাণ্ডে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে উত্তরবঙ্গের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিতে তাঁর হাত রয়েছে বলে অভিযোগ। একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেফতার হচ্ছেন এর থেকে আর লজ্জার কি হতে পারে। সৌগত রায় এদিন বলেছেন,'একজন উপাচার্য জেলে যাচ্ছেন, আমি লজ্জিত। উপাচার্য পদের মহিমা-গরিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। কী মহৎ গুণ ছিল তাঁর যে একসঙ্গে এত পদ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ক ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন সৌগত রায়। প্রসঙ্গত উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন সুবীরেশ ভট্টাচার্যকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে িনয়োগ করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে নিশানা করে সৌগত রায় বলেছেন,'ওঁর আনুগত্য ছিল ব্যক্তির প্রতি।'

সুবীরেশের গ্রেফতারি

সুবীরেশের গ্রেফতারি

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেফতার তার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে একপ্রকার অচলাবস্থা ৈতরি হয়েছে।সুবীরেশের গ্রেফতারির পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মী আধিকারীককে দেখা যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ে। গতকাল বিজেপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ দেখানো হয়েছে। উপাচার্যের অপসারণ দাবি করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সুবীরেশ ভট্টাচার্যের অপসারণ দাবি করেছেন। তিিন অভিযোগ করেছেন উপাচার্যের গ্রেফতারিতে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট

নাটক করছেন সৌগত কটাক্ষ সুজনের

নাটক করছেন সৌগত কটাক্ষ সুজনের

এদিকে সৌগত রায়ের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি কটাক্ষ করে বলেছেন সৌগত রায় িনজে অধ্যাপতক সেকারণে হয়তো তিনি এই কথা বলেছেন। কিন্তু তাঁরা তো সকলে একই দলের। এতদিন তাঁরা কেউ বিষয়টি জানতেন না এটা হতে পারে না। এখন যখন সব কীর্তি ফাঁস হয়ে যাচ্ছে তখন সব মুখ লোকানোর চেষ্টা করছে বলে কটাক্ষ করেছেন তিনি।

শান্তিনিকেতন কাণ্ড নিয়ে উত্তাল বিধানসভা, সিবিআই তদন্ত চেয়ে সরাসরি মমতাকে নিশানা শুভেন্দুরশান্তিনিকেতন কাণ্ড নিয়ে উত্তাল বিধানসভা, সিবিআই তদন্ত চেয়ে সরাসরি মমতাকে নিশানা শুভেন্দুর

English summary
Sougata Roy attack Partha Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X