For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসে রাজভবনে চা চক্রে অনুপস্থিত মুখ্যমন্ত্রী! রাজ্যপালকে সংবিধানের 'শিক্ষা' সৌগতর

স্বাধীনতা দিবসে রাজভবনের চা চক্রে হাজির না হওয়া নিয়ে রাজ্যপালের মন্তব্যের জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন তিনি বলেন, রাজ্যপালের মন্তব্য দুঃখজনক। তিনি বলেন. সংবিধানের কোথাও বলা নেই রাজ্যপাল

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসে রাজভবনের চা চক্রে হাজির না হওয়া নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের মন্তব্যের জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন তিনি বলেন, রাজ্যপালের মন্তব্য দুঃখজনক। তিনি বলেন. সংবিধানের কোথাও বলা নেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করলেই যেতে হবে।

বিজেপি কোনও ক্লাব নয়, একটা রাজনৈতিক দল! কৈলাস বিজয়বর্গীয়ের কলকাতা সফর নিয়ে ব্যাখ্যা দিলেন দিলীপবিজেপি কোনও ক্লাব নয়, একটা রাজনৈতিক দল! কৈলাস বিজয়বর্গীয়ের কলকাতা সফর নিয়ে ব্যাখ্যা দিলেন দিলীপ

খারাপ দৃষ্টান্ত মুখ্যমন্ত্রীর বলেছিলেন রাজ্যপাল

খারাপ দৃষ্টান্ত মুখ্যমন্ত্রীর বলেছিলেন রাজ্যপাল

স্বাধীনতা দিবসের সন্ধেয় রাজভবনের চা চক্রে হাজির হননি মুখ্যমন্ত্রী। যা নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন রাজ্যপাল। বলেছিলেন খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। এমনটা আর আগে কখনও হয়নি।

সংবিধানের ধারা উল্লেখ সৌগতর

সংবিধানের ধারা উল্লেখ সৌগতর

এদিন বিষয়টি নিয়ে রাজ্যপালকে সংবিধানের ১৬৭ নম্বর ধারা দেখার পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, কোথাও বলা নেই, রাজ্যপাল আমন্ত্রণ জানালেই যেতে হবে। বিষয়টি অসাংবিধানিক নয় বলেও দাবি করেছেন সৌগত।

মুখ্যমন্ত্রীর অবস্থান ব্যাখ্যা করলেন সৌগত

মুখ্যমন্ত্রীর অবস্থান ব্যাখ্যা করলেন সৌগত

সৌগত রায় বলেছেন, মুখ্যমন্ত্রী চা চক্র এড়িয়ে গিয়েছেন করোনা পরিস্থিতির কারণে। রাজ্যপাল যাতে কিছু মনে না করেন, সেই কারণে আগেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী দেখা করেছেন। তবে চা চক্রে না যাওয়াটা সৌজন্যের প্রশ্ন হলেও, সাংবিধানিক প্রশ্ন নয় বলেও ব্যাখ্যা করেছেন তিনি।

জবাব বেঙ্গল সামিট নিয়েও

জবাব বেঙ্গল সামিট নিয়েও

রাজ্যপাল বেঙ্গল সামিটের খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যার জবাব দিয়েছেন সৌগত রায়। তিনি বলেছেন, বেঙ্গল সামিটে কত টাকা খরচ হয়েছে, তা বইতে প্রকাশিত হয়েছে। সেখান থেকে দেখে নিলে পারেন রাজ্যপাল। এব্যাপারে রাজ্যপালের চিঠি লেখাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন সৌগত।

মমতার অবস্থানের সমর্থনে মহুয়াও

মমতার অবস্থানের সমর্থনে মহুয়াও

মহুয়া মৈত্র রাজ্যপালের চা চক্রে আমন্ত্রণ নিয়ে বলেন, সেখানে ৯৬ জন ভাগ্যবান আমন্ত্রণ পেয়েছিলেন। করোনার মধ্যে এভাবে চা চক্রে লোক মিলিত যাওয়া খুব একটা যুক্তি যুক্ত নয় বলেও মন্তব্য করেছেন মহুয়া মৈত্র।

English summary
TMC MP Sougata Roy supports CM Mamata Banerjee for not participating Tea meet at Rajbhavan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X