নিউ নর্মাল বিধি মেনেই উল্টোরথের রশিতে টান সাংসদ নুসরতের
করোনা সংক্রমণের মধ্যেই আজ থেকে শুরু হয়েছে আনলক-২। প্রথম দিনেই শহরে অনুষ্ঠিত হয়েছে ইস্কনের উল্টোরথের উৎসব। তাতে সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান এবং তাঁর স্বামী নিখিল জৈন। সামাজিক দূরত্ব বিধি মেনেই জগন্নাথদেবের আরতি করেন নুসরত এবং রথের রশিতে টান দেন।

নিউ নর্মাল মেনেই রথের রশিতে টান
করোনা আবহে নিউ নর্মাল ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। মুখে মাস্ক এবং হাতে গ্লাভস, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বিধি এগুলি সবই এখন নিউ নর্মালের মধ্যেই পড়ে। উৎসবেও তার আঁচ পড়েছে। করোনা আনবলক-২-র প্রথম দিনেই শহরে উদযাপিত হল উল্টোরথ।

রথের রশিতে টান নুসরতের
শহরে ইস্কনের রথযাত্রায় অংশ নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান এবং তাঁর স্বামী নিখিল জৈনও। গতবারও ইস্কনের রথযাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। সেবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাও ছিলেন। এবার ছোট্ট দুটি রথ নিয়ে অনুষ্ঠানিক ভাবে উল্টোরথের উৎসব করেছে ইস্কন। সেখানে আরতি করে রথের রশিতে টান দেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

টিকটক নিয়ে নুসরত
গতকাল চিনা অ্যাপ নিষিদ্ধ করার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানও। তিনি বলেছেন শুধু অ্যাপ নিষিদ্ধ করলেই কি ভারতের সঙ্গে চিনের সব সমস্যা মিটে যাবে। এর থেকে জরুরি আগে সমস্যার কারণগুলো খতিয়ে দেখা।

দলনেত্রীর বার্তা
যদিও চিনা অ্যাপ নিষিদ্ধ করার চেয়েও চিনের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাঁর দল জাতিয়াবাদের প্রশ্নে সরকারের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিলীপকে উস্কানির জবাব দিয়েছেন মানুষ! ফ্যাঁসাদে পড়ে নাটক করছেন, পাল্টা আরাবুল