For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রার্থীর আবদারে মেজাজ হারালেন নুসরত, রোড-শো-এর মাঝপথেই মমতার নাম তুলে নেমে গেলেন তৃণমূল সাংসদ

তৃণমূল প্রার্থী হয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলেরই (trinamool congress) তারকা সাংসদ নুসরত জাহান (nusrat jahan) । কিন্তু মাঝপথেই মেজাজ হারিয়ে তিনি ফিরে যান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর, নারায়ণ গোস্বামীর সমর্থন

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল প্রার্থী হয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলেরই (trinamool congress) তারকা সাংসদ নুসরত জাহান (nusrat jahan) । কিন্তু মাঝপথেই মেজাজ হারিয়ে তিনি ফিরে যান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর, নারায়ণ গোস্বামীর সমর্থনে রোড শোতে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

তৃণমূল প্রার্থীর প্রচারে নুসরত

তৃণমূল প্রার্থীর প্রচারে নুসরত

তৃণমূলের তরফে উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে প্রার্থী করা হয়েছে নারায়ণ গোস্বামীকে। শনিবার বিকেলে তাঁর হয়েই প্রচারে বেরিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। অশোকনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুমা থেকে কচুয়া পর্যন্ত এই রোড শো হওয়ার কথা ছিল। পরে একটি সভায়ও অংশ নেওয়ার কথা ছিল নুসরতের। রিন্তু রোড-শোতেই দীর্ঘ সময় কেটে যায়। রোড-শোতে নুসরতের পাশেই ছিলেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী।

মেজাজ হারিয়ে মাঝপথেই নেমে যান নুসরত

মেজাজ হারিয়ে মাঝপথেই নেমে যান নুসরত

আগে থেকেই নুসরত একটা সময় দিয়ে রেখেছিলেন। রোড শো-তে বেশি সময় লেগে যাওয়ায়, তৃণমূল প্রার্থী নুসরতকে অনুরোধ করেন আরও কিছুক্ষণ সঙ্গে থাকার জন্য। কিন্তু তৃণমূল প্রার্থীর মুখের ওপর সাফ না বলে দেন বসিরহাটের তৃণমূল সাংসদ। আর থাকা সম্ভব নয় বলে তিনি জানিয়ে দেন। পাশাপাশি তিনি আরও বলেন, একঘন্টা ধরে রোড শো করছেন। মুখ্যমন্ত্রীর জন্যও তিনি একটা সময় দেন না। কথা বলতে বলতেই তিনি গাড়ি থেকে নেমে পড়েন। তৃণমূল সাংসদের এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ তৃণমূল কর্মীরা

বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ তৃণমূল কর্মীরা

পরে জানা গিয়েছে, গাড়ি থেকে নুসরত জাহানকে নেমে য়েতে দেখে, তৃণমূলকর্মীরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন। তাঁরা বলেন, আধ কিমি গেলেই মিছিল শেষ হয়ে যাবে। যদিও সেই অনুরোধও রাখেননি নুসরত জাহান। আর পরবর্তী সভাতেই যোগ দেননি নুসরত। ফলে তারকা সাংসদ মুখ থেকে কিছু শুনতে না পেরে অনেকটাই হতাশ হন, সভায় যাওয়া তৃণমূলের কর্মী-সমর্থকরা।
রাজ্যে দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। তৃণমূলের তরফ থেকে প্রচারকদের তালিকায় নুসরত জাহান, মিমি চক্রবর্তীদের নাম রাখা হয়েছিল। সেই মতো তাঁরা প্রচারেও বেরোচ্ছেন। কিন্তু শনিবারের এই ঘটনায় যথেষ্টই বেকায়দায় পড়ে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল প্রার্থীর সাফাই

তৃণমূল প্রার্থীর সাফাই

যদিও বিষয়টি নিয়ে সাফাই দিয়েছেন তৃণমূল প্রার্তী নুসরত জাহান। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, প্রচারে পায়ে আঘাত পেয়েছিলেন সাংসদ। সেই কারণে তিনি ফিরে গিয়েছেন।

পায়ের আঘাতে চক্রান্তের তত্ত্বেই অনড়, কেন নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা, জানালেন 'ভূমিকন্যা' মমতাপায়ের আঘাতে চক্রান্তের তত্ত্বেই অনড়, কেন নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা, জানালেন 'ভূমিকন্যা' মমতা

English summary
TMC MP Nusrat Jahan loses her temper and returns in the middle of road show naming mamata banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X