For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচারে তারকা সাংসদ, দেখা নেই তৃণমূল প্রার্থীর! রোড শোতে ফুটবলার-নেতার অনুপস্থিতি নিয়েও জল্পনা

বিজেপির হয়ে প্রচারে সামিল মিঠুন চক্রবর্তী। আর তৃণমূলের (trinamool congress) নিজেদেরই রয়েছে দু-জন তারকা সাংসদ। তাঁরাই সারছেন প্রচার। যদিও তারকা সাংসদ নুসরত জাহান (nusrat jahan) রোড শো করলেও, সেখানে পাওয়া গেল না প্রা

  • |
Google Oneindia Bengali News

বিজেপির হয়ে প্রচারে সামিল মিঠুন চক্রবর্তী। আর তৃণমূলের (trinamool congress) নিজেদেরই রয়েছে দু-জন তারকা সাংসদ। তাঁরাই সারছেন প্রচার। যদিও তারকা সাংসদ নুসরত জাহান (nusrat jahan) রোড শো করলেও, সেখানে পাওয়া গেল না প্রার্থীকে। যা নিয়েই জল্পনা তৈরি হয়েছে ঘাসফুল শিবিরে। বিজেপি এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে কটাক্ষ করেছে।

পাণ্ডুয়ায় প্রার্থীর প্রচারে নুসরত জাহান

পাণ্ডুয়ায় প্রার্থীর প্রচারে নুসরত জাহান

পাণ্ডুয়ার রাইসমিলের মাঠে হেলিকপ্টারে নামেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। সেখানে থেকেই রোড শোতে অংশ নেন তিনি। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, এই রোড শোতে তেমন ভিড় দেখা যায়নি। এব্যাপারে উল্লেখ্য উত্তর ২৪ পরগনায় তৃণমূল প্রার্থীর প্রচারে গিয়ে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়া নুসরত জাহান প্রচার গাড়ি থেকে নেমে গিয়েছিলেন।

রোড শোতে অনুপস্থিত প্রার্থী

রোড শোতে অনুপস্থিত প্রার্থী

এই রোড শোতে দেখা যায়নি তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে। পাশাপাশি রোড শো শুরু হওয়ার আগে পর্যন্ত নুসরত জাহানকে প্রার্থীর অনুপস্থিতির কথা জানানো হয়নি। আর এই প্রসঙ্গে কোনও কথার উত্তর দেননি তিনি। তৃণমূল সূত্রে খবর শারীরিক অসুস্থতার জন্য এবারে ভোটে দাঁড়াতে চাননি রত্না দে নাগ। তবুও তাঁকে প্রার্থী করে দল।

গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ

গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ

নুসরতের প্রচারে দেখা যায়নি তৃণমূলে যোগ দেওয়া ২০১৬-তে এই কেন্দ্রেরই প্রার্থী রহিম নবিকেও। ২০১৬-তে রহিম নবি সিপিএম-এর আমজাদ হোসেনের কাছে পরিজিত হয়েছিল। এবারের নির্বাচনে রহিম নবিকে প্রার্থী না করায় তিনি ক্ষুব্ধ বলেই জানা গিয়েছে।
যা নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ শর্মা কটাক্ষ করে বলেছেন, পাণ্ডুয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সবাই নেতা। ফলেই রোড-শোতে ভিড় নেই। আর রত্না দে নাগের অনুপস্থিতি নিয়ে তিনি বলেছেন, প্রাক্তন সাংসদ অসুস্থ, তিনি হাঁটতে পারেন না। ওনার বিশ্রামের প্রয়োজন হওয়ায় বিশ্রাম নিচ্ছেন। পাশাপাশি বিজেপির আরও কটাক্ষ তৃণমূলের সময়ও ফুরিয়ে এসেছে।

পাল্টা সাফাই তৃণমূলের

পাল্টা সাফাই তৃণমূলের

যদিও এই পরিস্থিতি নিয়ে পাল্টা সাফাই দিয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তৃণমূলের পাণ্ডয়ায় ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের দাবি, সেখানে বিজেপি থাকবে তৃতীয় স্থানে। তাদের দাবি লড়াই হবে তৃণমূলের সঙ্গে সিপিএম-এর। আর সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী বড় ব্যবধানে জিতবে। তৃণমূলের আরও সাফাই অন্য জায়গায় প্রচারে থাকায় প্রার্থী নুসরত জাহানের রোডশোতে যেতে পারেননি।

রামে যাওয়া বাম ভোট ফেরাতে দাওয়াই, ত্রিমুখি লড়াইয়ে অবস্থান স্পষ্ট করলেন সূর্যকান্তেররামে যাওয়া বাম ভোট ফেরাতে দাওয়াই, ত্রিমুখি লড়াইয়ে অবস্থান স্পষ্ট করলেন সূর্যকান্তের

English summary
TMC MP Nusrat Jahan campaigns for Pandua candidate Ratna De Nag
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X