For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠাকুর বাড়ির অপমান বরদাস্ত নয়, প্রকাশ্যে দলীয় প্রার্থীকে নিয়ে অসন্তোষ, মমতা বালা ঠাকুরের মন্তব্যে নতুন জল্পনা

ঠাকুর বাড়ির অপমান বরদাস্ত নয়, প্রকাশ্যে দলীয় প্রার্থীকে নিয়ে অসন্তোষ, মমতা বালা ঠাকুরের মন্তব্যে নতুন জল্পনা

Google Oneindia Bengali News

গাইঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি অভিযোগ করেছেন গাইঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস প্রচারে গিয়ে ঠাকুরবাড়ির নামে অপ প্রচার চালাচ্ছে। সকলকে ঠাকুরবাড়িতে না যাওয়ার কথা বলছে। এই নিয়ে তিনি কালীঘাটে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন ঠাকুর বাড়ির ভক্ত তিনি। তবে সেখানকার কয়েকজনের সঙ্গে নীতিগত মতপার্থক্য রয়েছে। সেকারণেই এই জটিলতা তৈরি হয়েছে।

গাইঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

গাইঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

ভোটের মুখে গাইঘাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি অভিযোগ করেছেন দলীয় প্রার্থী নরোত্তম বিশ্বাস ঠাকুরবাড়ির নামে অপপ্রচার চালাচ্ছে। ঠাকুরবাড়িকে সকলকে না যাওয়ার কথা বলছে। মতুয়ারা ঠাকুরবাড়ির এই অপমান মেনে নেবে না বলে প্রকাশ্যে তোপ দেগেছেন মমতা বালা ঠাকুর। তৃণমূল কংগ্রেস সাংসদের মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

পাল্টা দাবি নরোত্তম বিশ্বাসের

পাল্টা দাবি নরোত্তম বিশ্বাসের

এবার গাইঘাটায় প্রার্থী করা হয়েছে নরোত্তম বিশ্বাসকে। তিনি দাবি করেছেন ঠাকুরবাড়ির প্রতি তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল। কাজেই এই ধরনের কোনও কথা তিনি বলেননি। এটা কেউ প্রমাণ করতে পারবে না। তবে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস স্বীকার করে নিয়েছেন ঠাকুরবাড়ির কয়েকজনের নীতিগত পার্থক্য রয়েছে তাঁর। সেটা দূর করা এখনও সম্ভব হয়ে ওঠেনি।

 মতুয়া ভোটের লড়াই

মতুয়া ভোটের লড়াই

একুশের ভোটে মতুয়া ভোটকে টার্গেট করে ঝাঁপিয়েছে বিজেপি-তৃণমূল দুই দলই। মতুয়া ভোটকে টার্গেট করেই বিজেপি ইস্তেহারে সিএএ কার্যকর করার প্রস্তাব রেেখছে। অন্যদিকে মতুয়া ভোটের লড়াইয়ে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। মতুয়াদের ভাঁওতা দিচ্ছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁরা নাগরিক তাঁদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলে মতুয়াদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

শান্তনু ঠাকুররের দাবি

শান্তনু ঠাকুররের দাবি

মমতা বালা ঠাকুররে অভিযোগের পর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছেন অনেক দেরিতে তৃণমূলের চাল বুঝতে পেরেছেন তিনি। তবে দেরিতে এলেও যে বুঝেছেন সেটাই নেক। এদিকে ভোটের আগে দলীয় প্রার্থীকে নিয়ে মুখ খোলায় মমতা বালা ঠাকুরকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই বিতর্কের জেরে মতুয়া ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

English summary
TMC MP Mamata Bala Thakur oppose Gaighata TMC candidate Narottom Biswas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X