For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকর্মীদের বাড়িতে বুল্ডোজার চালানোর হুঁশিয়ারি মহুয়ার, পাল্টা জরুির অবস্থা স্মরণ করালেন রবিশঙ্কর প্রসাদ

বিজেপিকর্মীদের বাড়িতে বুল্ডোজার চালানোর হুঁশিয়ারি মহুয়ার, পাল্টা জরুির অবস্থা স্মরণ করালেন রবিশঙ্কর প্রসাদ

Google Oneindia Bengali News

বিজেপির নবান্ন অভিযান িনয়ে এবার বিস্ফোরক টুইট টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের। তিিন টুইটে লিখেছেন, 'বাংলা যদি ভোগী অজয় বিস্তের মডেল ব্যবহার করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে সেই বিজেপি কর্মীদের বাড়িতে বুলডোজার পাঠাত, তাহলে কেমন হত?।' এদিেক আবার কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গ বিজেপির েনতা কর্মীদের পাশে থেকে ইন্দিরার জমানার জরুরি অবস্থার কথা স্মরণ করিয়েছেন।

টুইটে নিশানা মহুয়ার

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে তীব্র নিশানা করেছে টিএমসি সাংসদ মহুয়া মৈত্র। বিজেপিকে যোগীর শাসনের কথা স্মরণ করিয়েছেন তিনি। বিজেপি েনত্রী নূপুর শর্মার বিতর্কিত পয়গম্বর মন্তব্যের পর উত্তর প্রদেশে যে বিক্ষোভ হয়েছিল সেই ঘটনায় বিক্ষোভকারীদের বাড়িতে বুল্ডোজার চালিয়েছিলেন যোগী সরকার। বিজেপি কর্মীদের সেই কথা স্মরণ করিয়েছেন মহুয়া মৈত্র। তিনি টুইটে লিখেছেন,'বাংলা যদি ভোগী অজয় বিস্তের মডেল ব্যবহার করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে সেই বিজেপি কর্মীদের বাড়িতে বুলডোজার পাঠাত, তাহলে কেমন হত? বিজেপি কি নিজেদের নীতিতে অনড় থাকবে? '

পাল্টা নিশানা রবিশঙ্করের

পাল্টা নিশানা রবিশঙ্করের

বঙ্গ বিজেপির নেতা পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, মমতা সরকারের পুলিশ নির্মমভাবে বিজেপি কর্মীদের উপরে হামলা করেছে। তিনি অভিযোগ করেছেন, 'পুলিশের যে অত্যাচার হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ে তিন বারের মুখ্যমন্ত্রী। কিন্তু আপনার এখন কী হয়ে গিয়েছে? আপমনি যে কাজ করছেন, তা আপনার নিজের রাজনৈতিক উত্থানের থেকে সম্পূর্ণ আলাদা। আপনি নিজে বামেদের অত্যাচারের বিরুদ্ধে লড়েছেন। আর আজ তার থেকেও বেশি অত্যাচার বিজেপির উপর হচ্ছে। এর মানে কী?'

পাশে থাকার বার্তা

পাশে থাকার বার্তা

রবিশঙ্কর প্রসাদ এই িনয়ে নিশানা করেছেন, 'নবান্নে অভিযানে গতকাল বিজেপির নেতা ও কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে, গণতন্ত্র হনন করা হয়েছে। মমতার সরকারের আইন বলে কিছু নেই। তৃণমূল কথার অর্থ মাটির কাছাকাছি। যিনি মাটির কাছাকাছি থাকেন, তিনি এভাবে অত্যাচার করেন না। আপনি তৃণমূলের নাম বদলে দিন।' বিজেপি নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। এদিকে সুকান্ত মজুমদার আবার সরব হয়েছেন, রাজ্য পুলিশের বিরুদ্ধে। আক্রান্ত রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ফোন করেছেন তিনি।

শুভেন্দুর নিশানা

শুভেন্দুর নিশানা

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র নিশানা করেছেন মমতা সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেছেন তিনি। ভিডিও বার্তায় তিিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে বলেছেন, পুলিশ পিসি-ভাইপোর দাস নয়। তিিন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী ভয় পেয়েছেন সেকারণে এই সব কাজ করছেন। পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের মারধর করানো হয়েছে।

DA বৃদ্ধি ঘোষণার ছয় মাস পূর্ণ! উৎসবের মধ্যেই কি সুখবর, ঠিক কবে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে মোদী সরকার DA বৃদ্ধি ঘোষণার ছয় মাস পূর্ণ! উৎসবের মধ্যেই কি সুখবর, ঠিক কবে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে মোদী সরকার

English summary
Mahua Moitra attack BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X