কাজ করছে না দলের বহু পঞ্চায়েত, বিস্ফোরক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
নিজের সংসদীয় এলাকায় সঠিকভাবে কাজ করছে না দলের নিয়ন্ত্রণাধীন পঞ্চায়েতগুলি। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও-র মাধ্যমে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। হঠাৎ কেন দলীয় সাংসদ এইভাবে নিজের দলের পঞ্চায়েত কাজ নিয়ে সমালোচনা করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
করোনা আক্রান্তকে টানা ৩০০ ঘন্টা ইকমো সাপোর্ট! 'অলৌকিক' ঘটনায় বাড়ি ফিরলেন ২৪ বছরের তরুণী

৫ বছরে পঞ্চায়েত পায় ৫-৬ কোটি টাকা
সাংসদ মহুয়া মৈত্র হিসেব দিয়ে বলেছেন প্রতিবছর প্রতিটি পঞ্চায়েত এককোটির বেশি টাকা পেয়ে থাকে। চতুর্দশ অর্থ কমিশন আর পারফরম্যান্স বেস্ট ব্র্যান্ড মিলিয়ে এই অর্থ পেয়ে থাকে পঞ্চায়েতগুলি। ৫ বছরে প্রাপ্ত অর্থের পরিমাণ কোনও কোনও ক্ষেত্রে ৬ কোটিও হয়ে যায়।

অর্থ খরচ করতে পারেনি পঞ্চায়েতগুলি
তৃণমূল সাংসদের অভিযোগ, ডিসেম্বর পর্যন্ত ৬০ শতাংশ অর্থ খরচের নিয়ম থাকলেও, তাঁর এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়নি। কিন্তু এলাকার ৯০ শতাংশ পঞ্চায়েতই তৃণমূলের দখলে। তিনি বলেন, এই টাকা যদি পরিকল্পনা করে খরচ করা যায়, তাহলে গ্রামে কাঁচা রাস্তা থাকবে না।

পঞ্চায়েতের কাজ নিয়ে প্রশ্ন
তৃণমূল সাংসদ বলেছেন, ২০১৪ সালে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল ৫ লক্ষ টাকার বেশি কাজ করলে ই-টেন্ডার করতে হবে। তিনি বলেন, অনেক পঞ্চায়েত ৫ লক্ষ টাকার কাজই করেনি। টাকা পড়ে থাকলেও এলাকায় বড় রাস্তা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

পঞ্চায়েতগুলিকে উপদেশ
পঞ্চায়েতগুলির উদ্দেশে তৃণমূল সাংসদের উপদেশ, কোনওভাবেই টাকা ফেলে রাখবেন না। তিনি আহ্বান জানিয়ে বলেন গ্রামের মানুষ ১০০ দিনের কাজ চাইছে। বড় রাস্তার পাশাপাশি, নিকাশি নালা, লেডিস টয়লেট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্যানিটারি ন্যাপকিন তৈরির ইউনিট তৈরির করার ডাক দিয়েছেন। তিনি আরও বলেছেন, বড় কাজ হয়ে গেলে ছোট ছোট কাজ করানো হোক।
