For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির হাত পা ভেঙে দিন, নইলে ডুবে মরুন! বেফাঁস মন্তব্যে উত্তেজনা ছড়ালেন কল্যাণ

মারের বদলা মারের দাওয়াই দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার জাঙ্গিপাড়ায় জনসভা করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি বিজেপি আপনার হাত-পা ভাঙে, তাহলে আপনারাও বিজেপির হাত পা ভেঙে দিন।

Google Oneindia Bengali News

মারের বদলা মারের দাওয়াই দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার জাঙ্গিপাড়ায় জনসভা করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি বিজেপি আপনার হাত-পা ভাঙে, তাহলে আপনারাও বিজেপির হাত পা ভেঙে দিন। তৃণমূল সাংসদ বলেন, যদি তাও না পারেন তো জলে ডুবে মরুন। কু-কথার বাণ ছেড়ে তিনি প্রবলভাবে সমালোচিতও হলেন।

বিজেপির হাত পা ভেঙে দিন, নইলে ডুবে মরুন! বেফাঁস কল্যাণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূল কর্মীদের উজ্জ্বীবিত করতে গিয়ে বেফাঁস কথা বলে ফেললেন। ভাষণ চলাকালীন তিনি এক পঞ্চায়েত সদস্যকে মঞ্চে ডেকে নেন। তারপর তাঁকে বলেন, আপনি কি পাচ্ছেন? যদি ভয় পান ওই যে জল আছে, ওই জলে ডুবে মরুন। আর না পারলে ঘরে চলে যান। অনেক ছেলে আছে, তাঁরা সামনের সারিতে চলে আসবে।

এরপরই তিনি শোলের ডায়লগ বলেন মঞ্চে দাঁড়িয়ে। কল্যাণবাবু বলেন, 'জো ডর গয়া, ও মর গয়া'। তাই ভয় পেলে দল থেকে সরে যান। ঘরে বসে থাকুন। তিনি বলেন, যারা দল থেকে চলে যাওয়ার চলে গেছে। বদ রক্ত বেরিয়ে গেছে। তারাই আসল মাল কামিয়েছিল।

কল্যাণ বলেন, এখন যারা তৃণমূল কংগ্রেসে আছেন তাঁরা দলের সম্পদ। আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই যথেষ্ট। ওই নাম নিয়ে আমরা হিমালয় পেরিয়ে যেতে পারি। আর বিজেপি তো কোন ছাড়। সময় এলেই জবাব পাবে বিজেপি।

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এসব কথা হতাশা থেকে বলছেন কল্যাণবাবু। উনিও বুঝতে পেরে গিয়েছেন মানুষ আর ওঁদের সঙ্গে নেই। তাই উনি ওই ধরনের বেফাঁস মন্তব্য করে ফেলেছেন। কেননা আর গুন্ডাবাজি করে জিততে পারবে না তৃণমূল।

English summary
TMC MP Kalyan Banerjee threatens to BJP to beat them. Dilip GHosh counter him for his bad speech.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X