'অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদের
শুভেন্দুকে নিয়ে ফের কাদা ছোড়াছু়িড় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিস্ফোরক দাবি করেছেন কল্যাণ। তিনি বলেছেন, যিনি একটি দলে থেকে অন্য রাজনৈিতক দলের সঙ্গে যোগাযোগ রাখেন তাঁকে আক্রমণ শুনতেই হয়।

অন্যদলের সঙ্গে যোগাযোগ করছেন শুভেন্দু
রামনগরের সভার রেশ এখনও কাটিয়ে ওঠেনি বঙ্গের রাজনৈতিক মহল। তার আগেই শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দাবি করেছেন অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন শুভেন্দু অধিকারী। কাজেই তাঁকে আক্রমণ করা ছাড়া উপায় নেই। কারোর উপর ব্যক্তিগত আক্রমণ করা হয়নি। দলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করলে আক্রমণ শুনতেই হবে। এমনই দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণের আক্রমণ
এর আগে গত ১৩ নভেম্বর কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেছিলেন। 'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপালিটির সামনে আলু বিক্রি করতিস, বেইমানদের একটা একটা করে বুঝিয়ে দেব।' দলে থেকে মন্ত্রিসভায় থেকে অন্য কোনও রাজনৈিতক দলের সঙ্গে সম্পর্ক রাখলে তাঁর সম্পর্কে মন্তব্য করতে রুচিতে বাঁধে বলে আক্রমণ শানিয়েছেন কল্যাণ। নন্দীগ্রামে শুভেন্দুর বক্তব্যে রুচিশীল ছিল না বলেও আক্রমণ শানিয়েছেন কল্যাণ।

বাবার পয়সায় টিকিট পাইনি
কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে বলেছেন, বাবার পয়সায় টিকিট পাইনি দলে। খেটে উঠেছি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক দিন আগে শুভেন্দু অধিকারী তমলুকে সভা থেকে হুঙ্কার দিয়ে বলেছিলেন প্যারাশ্ুটে নামিনি আবার লিফটেও উঠিনি। সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছি। মনে করা হচ্ছিল দলে তাঁর প্রবল প্রতিপক্ষ অখিল গিরিকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেছিলেন তিনি।

রামনগরের সভায় শুভেন্দুর বার্তা
গত কয়েক মাসে শুভেন্দু অধিকারীকে নিয়ে নিভিঃশ্বাস দশা হয়েছে শাসক দলের। দলের প্রতীকের বাইরে একের পর এক সভা করে বিতর্কিত মন্তব্য করেছেন। গতকাল রামনগরের সভা থেকে দলে থাকার কথা বললেও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকে তাড়িয়েও দেননি আবার তিনিও দল ছেড়ে যাননি।

খুন, সন্ত্রাসের রাজনীতি করে তৃণমূল, বিজেপিতে চলে আসুন, শুভেন্দুকে আহ্বান অগ্নিমিত্রার