For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে করোনা বাড়ছে, কী করছে কমিশন? প্রশ্ন কাকলির

রাজ্যে করোনা বাড়ছে, কী করছে কমিশন? প্রশ্ন কাকলির

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

রাজ্য করোনার প্রকোপ বাড়ছে। তা নিয়ে নির্বাচন কমিশনের স্বাস্থ্য বিষয়ক পর্যবেক্ষক কী করছেন, তা নিয়ে প্রশ্ন তুললেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

রাজ্যে করোনা বাড়ছে, কী করছে কমিশন? প্রশ্ন কাকলির

বুধবার বারাসাত জেলা শাসকের দপ্তরে বারাসাত ও মধ্যমগ্রাম দুই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে আসার সময় সঙ্গী হয়েছিলেন তিনি। সেখানেই এই চিকিৎসক সাংসদ প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের হেল্থ অবজারভারের ভূমিকা নিয়ে। তাঁর অভিযোগ মহারাষ্ট্র থেকে যে কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে বা অন্য জায়গা থেকে আসা কেন্দ্রীয় বাহিনী কেন মাস্ক পড়ছে না।কেন তারা সামাজিক দূরত্ব বজায় রাখছে না। মহারাষ্ট্র থেকে আসা কেন্দ্রীয় বাহিনীকে কেন কোয়ারান্টাইন করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন কাকলি ঘোষদস্তিদার।

এই দিন আক্রমণাত্মক মুডে কাকলি ঘোষদস্তিদার এক হাত নেন মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। তার অভিযোগ মিঠুনের বাংলায় কোন বাড়ি নেই। হঠাৎ করে কলকাতার ভোটার হয়েছেন। "ইস ক্যা পিছে কেয়া রাজ হ্যা"বলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তিনি দাবি করেন মিঠুন কেন বিজেপিতে গেছে, তা তিনি জানেন। সৌজন্যের খাতিরে সেই রাজ তিনি প্রকাশ্যে আনছেন না।তবে মিঠুনের হঠাৎ বাংলার রাজনীতিতে সক্রিয় হওয়াকে তিনি বলেন চাপের কাছে নতি স্বীকার করে বিজেপি করছে মিঠুন। তবে বাংলায় মানুষের বিপদে মহাগুরু মিঠুন কখনও থাকেনি।

এদিন সাংসদের দাবী রাজ্যের মত কেন্দ্রীয় ডদন্ত কারী সংস্থা গুলিও নির্বাচন কমিশনের অধীনে থাকা দরকার। আর মেদিনীপুরে অধিকারী পরিবার অনৈতিকভাবে উপার্জন বাঁচাতেই বিজেপির সঙ্গে গেছে বলে অভিযোগ।

স্বাধীনতার পর থেকে হয়নি উন্নয়ন! যোগী রাজ্যে ভোট বয়কটের ডাকস্বাধীনতার পর থেকে হয়নি উন্নয়ন! যোগী রাজ্যে ভোট বয়কটের ডাক

English summary
TMC MP Kakali Ghosh Dastidar questions election commission over Coronavirus increase in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X