For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিকারীদের সঙ্গে সংঘাতের আবহেই দিব্যেন্দুর জন্য উপকৃত কাঁথি পুরসভা

Google Oneindia Bengali News

রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে অধিকারী পরিবারের সঙ্গে কাঁথি পুরসভার সংঘাত। সেই অধিকারী পরিবারের মাধ্যমেই এবার দীর্ঘদিনের চাহিদা মেটায় উপকৃত হলেন কাঁথির মানুষ। তমলুকের তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারীর উদ্যোগে কাঁথি পুরসভা পেল ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স।

শুভেন্দুদের বিরুদ্ধে পুরসভা

শুভেন্দুদের বিরুদ্ধে পুরসভা

শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকেই নানাভাবে অধিকারী পরিবারকে নিশানা করছিল তৃণমূল নেতৃত্ব। নির্বাচনের আগে তাঁরা বিজেপিতে যোগ দিতেই আক্রমণের মাত্রা চরমে ওঠে। এমনকী শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ইয়াসের সময় ত্রিপল চুরির অভিযোগ এনে মামলা করে কাঁথি পুরসভা। যার শুনানি চলছে। অধিকারী পরিবারের তরফে অবশ্য বারবার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়। যে ঘর থেকে ত্রিপল বের করার অভিযোগ ওঠে সেটি পুরসভার নয় বলেও জানা যায়। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই যে এটা চলছে সেটা ওয়ানইন্ডিয়া বাংলাকে জানিয়েছিলেন কাঁথির তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারী। উল্লেখ্য, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর কাঁথি পুরসভার প্রশাসকও ছিলেন সৌমেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পরে তিনি বিজেপিতে যোগ দেন। সম্প্রতি শুভেন্দু অধিকারী কন্টাই সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক-সহ যে সমস্ত সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সেগুলিতেও অনিয়মের অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিশানায় অধিকারী পরিবার

নিশানায় অধিকারী পরিবার

নির্বাচনের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান শিশিরবাবুকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কাঁথিতে দাঁড়িয়েই শালীনতার সীমা ছা়ড়ানোর অভিযোগ ওঠে। এমনকী শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে দরবার করে তৃণমূল নেতৃত্ব। ইয়াসের পর দুর্যোগ কবলিত এলাকা ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না নিয়েও শিশির অধিকারীকে আক্রমণ করেছিলেন। যদিও সব অভিযোগ যুক্তিসহ সংবাদমাধ্যমের কাছে খণ্ডন করেন অশীতিপর সাংসদ শিশির অধিকারী। তিনি বলেছেন, কাঁথির মানুষ সত্যি জানেন। প্রয়োজনে তাঁরা আবার জবাব দেবেন। অধিকারী পরিবার চক্ষুশূল হওয়ায় বিধানসভা নির্বাচনের আগে থেকেই দলের কাজে ডাকা হয়নি তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও। উল্টে নানা মাপের নেতা নানা কটাক্ষে বিদ্ধ করতে চেয়েছিলেন দলীয় সাংসদকে। কিন্তু দিব্যেন্দু অধিকারীকে সাংসদ হিসেবে কর্তব্য পালনে অবিচল থাকা দিব্যেন্দু অধিকারীকে মানুষের জন্য কাজ করা থেকে কোনওভাবেই বিচ্যুত করতে পারেনি। তাঁর উদ্যোগেই কাঁথি পুরসভা আজ ফের উপকৃত হল।

কাঁথিবাসীর দীর্ঘদিনের দাবিপূরণ

কাঁথিবাসীর দীর্ঘদিনের দাবিপূরণ

২০২০ সালের ৫ জানুয়ারি হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এগজিকিউটিভ ডিরেক্টর ব্রিজ বিহারীজি-র কাছে একটি চিঠি দিয়েছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সমুদ্র উপকূলবর্তী কাঁথির ভৌগোলিক অবস্থান ও গুরুত্বের কথা উল্লেখ করে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থেকে কাঁথি পুরসভাকে একটি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন সাংসদ। কাঁথি ও সংলগ্ন বেশ কিছু জায়গা দুর্ঘটনাপ্রবণ। ফলে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স থাকলে সামগ্রিকভাবে এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করা যাবে ভেবেই এই অনুরোধ করেছিলেন সাংসদ।

দিব্যেন্দুর উদ্যোগেই

দিব্যেন্দুর উদ্যোগেই

এরপর আজই কাঁথি পুরসভাকে সেই ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স দিয়েছে আইওসি। সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০২০ সালে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স কাঁথি পুরসভাকে দিতে অনুরোধ করেছিলাম। মাঝে কিছু জটিলতায় সেই অ্যাম্বুল্যান্স এসে পৌঁছায়নি বলে আমি ফের আইওসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত অ্যাম্বুল্যান্সটি দিতে অনুরোধ করি। সেই ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স এসে পৌঁছেছে। নিশ্চিতভাবেই কাঁথির মানুষ এর ফলে উপকৃত হবেন।

English summary
TMC MP Dibyendu Adhikari Arranges Trauma Care Ambulance From IOC For Contai Municipality. Dibyendu Has Sent A Letter To IOC Last Year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X