For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি নেতার বাড়িতে সটান হাজির তৃণমূল সাংসদ, ‘দিদিকে বলো’ অভিযানে সারলেন আহার

জনসংযোগ গড়ে তুলতে ‘দিদিকে বলো’ অভিযানের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মোতাবেক তৃণমূল নেতা-নেত্রী, সাংসদ-বিধায়করা নেমে পড়েছেন জনসংযোগ কর্মসূচিতে।

Google Oneindia Bengali News

জনসংযোগ গড়ে তুলতে 'দিদিকে বলো' অভিযানের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মোতাবেক তৃণমূল নেতা-নেত্রী, সাংসদ-বিধায়করা নেমে পড়েছেন জনসংয়োগ কর্মসূচিতে। আর এই জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েই একেবারে মাস্টারস্ট্রোক দিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাটুয়া।

বিজেপি নেতার বাড়িতে সটান হাজির তৃণমূল সাংসদ, ‘দিদিকে বলো’ অভিযানে সারলেন আহার

'দিদিকে বলো' অভিযানে নেমে তিনি বিজেপি নেতার বাড়িতে গিয়ে আহার সারলেন। রাজনৈতিক সৌজন্যের এক অনন্য নজির সৃষ্টি করলেন তৃণমূল সাংসদ। অবশ্যই ওই বিজেপি নেতাও সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে নজির স্থাপন করলেন। তাঁরা বোঝালেন রাজনীতি শুধু নীতি-আদর্শের লড়াই হয়ে থাক, স্বার্থ-সংঘাতের লড়াই নয়।

বিজেপি নেতার বাড়িতে সটান হাজির তৃণমূল সাংসদ, ‘দিদিকে বলো’ অভিযানে সারলেন আহার

মথুরাপুর দু-নম্বর ব্লকের রায়দিঘি দাসপাড়ায় বিজেপির অঞ্চল প্রমুখ তপন কপাটের বাড়িতে দুপুরের আহার সারেন সাংসদ। বিজেপির অঞ্চল প্রমুখ সাংসদকে বলেন, মথুরাপুর পর্যন্ত রাস্তার হাল খুব খারাপ। গাড়ি চলাচল যোগ্য নয় রাস্তাঘাট। মেরামত হয়নি দীর্ঘদিন। রায়দিঘি হাসপাতালেরও বেহাল দশা। তার উপর রাস্তাজুড়ে ইট-বালি ফেলে ব্যবসা হয়। রায়দিঘি ব্রিজের অবস্থাও খুব শোচনীয়।

[আরও পড়ুন: 'নাসা বলেছে কথাবলা-কম্পিউটার সম্ভব হতে পারে সংস্কৃতর জন্য', দাবি বিজেপি মন্ত্রীর][আরও পড়ুন: 'নাসা বলেছে কথাবলা-কম্পিউটার সম্ভব হতে পারে সংস্কৃতর জন্য', দাবি বিজেপি মন্ত্রীর]

এসবের প্রতিকারের পাশাপাশি তিনি জানতে চান, রায়দিঘি পর্যন্ত রেল লাইন হওয়ার কথা ছিল, তা কতদূর এগিয়েছে। প্রত্যুত্তরে সাংসদ জানান, কেন্দ্রের বঞ্চনার শিকার হয়ে চলেছে বাংলা। বারবার সংসদে বলা সত্ত্বেও কেন্দ্রের কোনও ভ্রুক্ষেপ নেই। ইতিমধ্যে রেলমন্ত্রীকে তিনবার চিঠি দিয়েছেন তিনি। কিন্তু রেলমন্ত্রী কোনও কর্ণপাত করেননি বলে অভিযোগ তাঁর।

[আরও পড়ুন: অর্জুন-গড়ে বিজেপির গোষ্ঠীকোন্দল তুঙ্গে, দুই নেতা-নেত্রীর লড়াই গড়াল প্রশাসনের দরজায়][আরও পড়ুন: অর্জুন-গড়ে বিজেপির গোষ্ঠীকোন্দল তুঙ্গে, দুই নেতা-নেত্রীর লড়াই গড়াল প্রশাসনের দরজায়]

English summary
TMC MP CM Jatua takes meal at home of BJP leader’s house at Roydighi. Jatua participates in campaign of ‘Didike Bolo’,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X