For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুগলীতে বড় ভাঙন, বিদ্রোহী সাংসদ অপরূপার সহযোগী, ১০০ জনকে নিয়ে যোগ দিলেন বিজেপিতে

হুগলীতে বড় ভাঙন, বিদ্রোহী সাংসদ অপরূপার সহযোগী, ১০০ জনকে নিয়ে যোগ দিলেন বিজেপিতে

Google Oneindia Bengali News

হুগলি ক্রমশ গলার কাঁটা হয়ে উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। দলের অন্দরে কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্বতো প্রকাশ্যে শুরু হয়েছিল। এবার সরাসরি ভাঙন শুরু হয়েছে। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের সহযোগী সহ ১০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী যোগ দিলেন বিজেপিতে। গত কয়েকদিন ধরেই জেলার বিধায়ক সাংসদরাও জেলা সভাপতির বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন।

তৃণমূলে ভাঙন

তৃণমূলে ভাঙন

হুগলি নিয়ে ঘুম ছুটেছে শাসক দলের। দলে দলে তৃণমূল কংগ্রেস কর্মী যোগ দিচ্ছেন বিজেপিতে। গতকাল রাতে বিজেপিতে যোগ দেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের ঘনিষ্ঠ নেতা মিঠুন মল্লিক সহ ১০০ জন তৃণমূল কর্মী। গেরুয়া শিবিরে যোগ দিয়েই অপরূপার সহযোগী অভিযোগ করেছেন দুর্নীতি গ্রস্তরা শাসকদলে পদ পাচ্ছেন। যাঁরা দলের হয়ে কাজ করছেন তাঁদের কোণঠাসা করে রাখা হচ্ছে।

হুগলিতে প্রকাশ্যে কোন্দর

হুগলিতে প্রকাশ্যে কোন্দর

শাসদ দলের কোন্দল ক্রমশ প্রকট হচ্ছে হুগলিতে। জেলা সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে সরব হয়েছেন দলের সাংসদ বিধায়করাই। অপরূপা পোদ্দার প্রকাশ্যেই দিলীপ যাদবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছিলেন জেলা সভাপতি দলের সাংসদ বিধায়কদের না জানিয়েই তাঁদের এলাকায় কর্মিসভা করছেন এতে দলের নিচুতলার কর্মীদের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। এই বিষযে অপরূপাকে সমর্থন জানিয়েছিলেন বেচারাম মান্নাও।

দলত্যাগকে আমল দিতে নারাজ তৃণমূল

দলত্যাগকে আমল দিতে নারাজ তৃণমূল

সাংসদ সহযোগীর বিজেপিতে যোগদানের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসক দল। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাঁরা দল বদল করছেন তাঁরা চলে গেলে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। এর আগে দলের সাংগঠনিক বৈঠকে তৃণমূল নেত্রী দলত্যাগীদের দলে ফিরে আসার বার্তা দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়েই বিজেপিতে চলে যাওয়া অনেক নেতাই আবার শাসক দলে ফিরে এসেছেন।

দল ভাঙছে বিজেপিরও

দল ভাঙছে বিজেপিরও

এদিকে আবার গেরুয়া শিবির থেকেও এনেক নেতা কর্মীও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ একািধক জেলায় বিজেপি থেকে অনেক নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। একুশের ভোটের আগে এই দলবদলের প্রক্রিয়া আরও বা়ড়বে। উত্তরবঙ্গেও শুরু হয়ে গিয়েছে দলবদলের হিড়িক।


দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

মণীশ হত্যার রেশ কাটতে না কাটতেই ফের বিজেপি নেতা খুন রাজ্যে, নিশানায় ফের শাসকদলমণীশ হত্যার রেশ কাটতে না কাটতেই ফের বিজেপি নেতা খুন রাজ্যে, নিশানায় ফের শাসকদল

English summary
TMC MP Aparupa podder's close join BJP with 100 more TMC workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X