For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শুভেন্দুর বিজেপিতে যাওয়া গুড ডিসিশন', বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেস সাংসদের

Google Oneindia Bengali News

আবারও বিতর্কিত মন্তব্য করলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। নিজের লোকসভারই দুই তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতার হয়েছে ইডির হাতে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁদের। কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য সাংসদের

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য সাংসদের

শুভেন্দুর বিজেপিতে যাওয়া 'গুড ডিশিশন, তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা এরকম ডিসিশন নিলে তারা বেঁচে যেত, জেল যেতে হতো না', ফেসবুক এবং টুইটারে এমনই লিখেছেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সেই টুইটে তিনি লিখেছেন, 'দিদি ২০১৮ ও ২০১৯ সালে ইন্ডোর স্টেডিয়াম এবং নজরুল মঞ্চ থেকে পার্টি মিটিংয়ে যে সমস্ত নেতাকর্মীকে সতর্ক করে বলে দিয়েছিলেন টাকা ফেরত দাও, যারা নিয়েছো। যদি দিদির কথা আমরা শুনতাম আজ এই দিন দেখতে হতো না।'

আর কী লিখেছেন অপরূপা পোদ্দার

আর কী লিখেছেন অপরূপা পোদ্দার

তৃণমূল সাংসদ আরও লিখেছেন, 'আমাদের দলের কোন দোষ নেই, আমি যদি দোষী হই আমার পাশেও দল দাঁড়াবে না সোজা বাইরে রাস্তা দেখিয়ে দেবে সেটা আমি জানি । শুভেন্দু জানত ওকে জেলে যেতে হবে। আর দল তাকে বাইরে করে দিত ,এই জন্য ও গুড ডিসিশন নিল। টাকাও বেঁচে গেল আর জেলে যেতেও হলো না। আর চুরি করে এমএলএ হয়ে পুরোনো দিনের বিজেপি নেতাকে বুড়ো আঙুল দেখিয়ে বিরোধী দলনেতা হয়ে গেল।
শুভেন্দুকে নটোবর লাল বলে কটাক্ষ করেছেন অপরূপা পোদ্দার।

অপরূপার লোকসভা কেন্দ্রের ২ নেতাই জেলে

অপরূপার লোকসভা কেন্দ্রের ২ নেতাই জেলে

এদিকে হুগলির দুই নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। কুন্তল ঘোষের বিরুদ্ধে চাকরি দেওয়ার জন্য কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। অন্যদিকে বলাগড়ের তৃণমূল কংগ্রস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করেছে ইডি। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। চাকরি দেওয়ার জন্য কত টাকা লাগবে সেটা নাকি ঠিক করে দিতেন।

শুভেন্দুকে নিশানা করায় পাল্টা তোপ

শুভেন্দুকে নিশানা করায় পাল্টা তোপ

শুভেন্দু অধিকারীকে নিশানা করায় পাল্টা অপরূপা পোদ্দারকে নিশানা করেছেন বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেছেন, তৃণমূল সাংসদের বক্তব্য শুনেছি।ওনার কথায় ভীতি রয়েছে। এখন সাফাই দিয়ে কোন লাভ নেই। এটা পরিষ্কার তিনি জানতেন তার দলের লোকেরা টাকা নিচ্ছে। কিভাবে নিচ্ছে সেটাও তিনি জানতেন। তাই মানুষকে এখন উল্টো বুঝিয়ে লাভ নেই। নটোবর লাল রয়েছে, ভবানীপুর থেকে কালীঘাটের মধ্যেই রয়েছে। সাংসদ সেটা জানেন তিনি নাম বলতে পারছেন না। যা বলছেন ঠিকই বলছেন।

ছবি সৌ:ফেসবুক

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ সিপিএমের, তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা সূর্যেরপঞ্চায়েত ভোটকে পাখির চোখ সিপিএমের, তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা সূর্যের

English summary
tmc mp aparupa poddar said that suvendu adhikary takes write step to join bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X