For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের কোথায় কী, এখনই প্রার্থী ঘোষণা! টুইট-চমক তৃণমূলের সাংসদের

দিনক্ষণ চূড়ান্ত হল না, এখনই প্রার্থী ঘোষণা হয়ে গেল। না, কোনও রাজনৈতিক দল ঘোষণা করেনি প্রার্থীর নাম। এক সাংসদ তাঁর নিজের কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের এখনও কোথায় কী! দিনক্ষণ চূড়ান্ত হল না, এখনই প্রার্থী ঘোষণা হয়ে গেল। না, কোনও রাজনৈতিক দল ঘোষণা করেনি প্রার্থীর নাম। এক সাংসদ তাঁর নিজের কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। টুইট করে নতুন প্রার্থীর নাম জানানোই শুধু নয়, তাঁকে জয়ী করার আহ্বান জানিয়েছেন চাঞ্চল্যকরভাবে।

টুইট-বোমা অনুপমের

টুইট-বোমা অনুপমের

আর এই কাজটি যিনি করেছেন, তিনি হলেন তৃণমূলের বিতর্কিত সাংসদ অনুপম হাজরা। একর আগেও বিভিন্ন ঘটনায় তিনি দলকে অস্বস্তিতে ফেলেছেন, নিজেকে নিয়ে জল্পনা বাড়িয়েছেন। এবারও তিনি আগাম লোকসভার প্রার্থীর নাম জানিয়ে জল্পনা বাড়ালেন।

অনুপম কি তবে প্রার্থী নন

অনুপম কি তবে প্রার্থী নন

বোলপুর কেন্দ্রের সাংসদ তিনি। সেই তিনিই তাঁর কেন্দ্রের দলের অন্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তবে কি তিনি বুঝতে পেরে গিয়েছেন, তাঁকে আর এবার দল পার্থী করছে না। তাই আগেভাগে দলের প্রার্থীর নাম জানিয়ে দলকে বার্তা দিলেন! তাঁর টুইটের পর এখন তা নিয়েই চর্চা চলছে।

টুইটে কী লিখেছেন অনুপম

সোমবার অনুপম হাজরা একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন, আসন্ন ২০১৯ নির্বাচনে শ্রী অসিত মালকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করুন। এই টুইট ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল সাংসদ আগেভাগে এই ঘোষণা করায় বিস্মিত রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

[আরও পড়ুন: মহিলাকর্মীর যৌন নিগ্রহ! ৬ মাসের জন্য সাসপেন্ড সিপিএম বিধায়ক ][আরও পড়ুন: মহিলাকর্মীর যৌন নিগ্রহ! ৬ মাসের জন্য সাসপেন্ড সিপিএম বিধায়ক ]

আঁচ পেয়েই অনুপম-বার্তা

আঁচ পেয়েই অনুপম-বার্তা

দল অনুপমের কাজে খুব একটা সন্তুষ্ট নয়। তাই এবার তাঁকে দল প্রার্থী নাও করতে পারে। এমন একটা সম্ভাবনা অনেক আগেই তৈরি হয়েছিল। সেই সম্ভাবনার আঁচ পেয়েই বোলপুর সাসংদ স্টেপ আউট করে খেলার চেষ্টা করলেন। এখন এই স্টেপ আউট করে খেলার পরিণাম কী হবে, তা নিয়েই জল্পনা।

[আরও পড়ুন: রাজ্যে গণহত্যা! মামলা নতুন করে খতিয়ে দেখার আশ্বাস মুখ্যমন্ত্রীর][আরও পড়ুন: রাজ্যে গণহত্যা! মামলা নতুন করে খতিয়ে দেখার আশ্বাস মুখ্যমন্ত্রীর]

অনুশাসন না মেনেই টুইট

অনুশাসন না মেনেই টুইট

এই ঘটনায় প্রভাব পড়তে পারে অনুপমের রাজনৈতিক কেরিয়ারে। কেননা লোকসভার এতদিন আগে টুইট করে প্রার্থীর নামে প্রচার, দল ভালোভাবে নেবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলের আনুষ্ঠানিক আগে প্রার্থীর নাম জানিয়ে টুইট দলের অনুশসানের পরিপন্থী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: মোদীর হাত ধরে বিজেপিতে যোগ 'মনরেগা লেডি' অপরাজিতার ][আরও পড়ুন: মোদীর হাত ধরে বিজেপিতে যোগ 'মনরেগা লেডি' অপরাজিতার ]

English summary
TMC MP Anupam Hazra announces candidate’s name on twitter. He campaigns to name of TMC’s new candidate by tweet,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X